নিউজ ডেস্ক ১১অক্টোবর২০২০ :এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়ে রইল কালকের আইপিএল ম্যাচ। কিংস ইলেভেন পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডার্স দুই দলের ব্যাবধান গড়ে দিল কিছু মিলিমিটারের দূরত্ব।

প্রথম প্রথম ম্যাচে উইকেট না পড়ায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছিল নাইট শিবিরের খেলোয়াড়দের কপালে।কিন্তু শেষ ওভারে সেই ভয়ের নিষ্পত্তি ঘটলো। রাসেলের পায়ে চোট লাগায় উদ্বিগ্ন ছিলেন সকলেই।তবে ম্যাচে পাঞ্জাবকে ২রানে হারিয়ে সেরা “নায়ক” সুনীল নারাইন। কেকেআরের জিত দীনেশ কার্তিকের সমালোচনার কিছুটা হলেও যোগ্য জবাব দিয়েছে এমনটাই আশা করা যায়। গ্যালারি থেকে কেকেআরের এই জয় দেখে খুশিতে উচ্ছসিত কিং খান।