নিজস্ব সংবাদদাতা,রঘুনাথগঞ্জ , ৮ ই ডিসেম্বর :দুই সন্তান কে নিয়ে ভাগীরথী নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। জীবিত উদ্ধার ছোট মেয়ে, মৃতদেহ উদ্ধার মায়ের। তবে এখনও নিখোঁজ বড় মেয়ে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জঙ্গিপুর গাড়ীঘাট এলাকার ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বেলা এগারোটা নাগাদ রঘুনাথগঞ্জের জঙ্গিপুর গাড়ীঘাট থেকে এক মহিলা আত্মহত্যা করতে তার দুই মেয়েকে নিয়ে ভাগীরথীতে ঝাঁপ দেয় । স্হানীয়রা ছোট শিশু কন্যা বছর পাঁচেকের সৌমি দাস কে সুস্থ ভাবে উদ্ধার করলেও মহিলাকে বাঁচানো যায়নি কিছুক্ষন পর উদ্ধার হয় তাঁর মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শিউলি দাস, বাড়ি লালগোলা থানার পাহাড়পুর গ্রামে । এখনও পর্যন্ত নিখোঁজ মেয়ে বছর সাতেকের পূজা দাস। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারনে এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।