গ্রেফতার দুই গাঁজা পাচারকারী

গ্রেফতার দুই গাঁজা পাচারকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দুই

গ্রেফতার দুই গাঁজা পাচারকারী। দুই গাঁজা পাচারকারীকে পুলিস গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতদের নাম শেখ ফিরন ওরফে ফিরোজ ও বিজয় রায়। বর্ধমান থানার নারায়ণদিঘি ক্যানেলপাড় এলাকায় ফিরনের বাড়ি। অপরজনের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের সুভাষপল্লি মাঠপাড়ায়। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান থেকে গাঁজা পাচারের খবর পেয়ে বর্ধমান-কালনা রোডে ফ্লাইওভারের কাছে নজরদারি চালায় পুলিস।

 

একটি অ্যাম্বাসাডার গাড়ি দেখে পুলিসের সন্দেহ হয়। পুলিস গাড়িটিকে আটকায়। গেজেটেড অফিসার হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্যর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালায় পুলিস। গাড়িতে থাকা ৮টি ব্যাগ থেকে ১১৫.৯৩ কেজি গাঁজা মেলে বলে পুলিসের দাবি। ঘটনার বিষয়ে বর্ধমান থানার সাব-ইন্সপেক্টর অনুপ দে অভিযোগ দায়ের করেন।

 

তার ভিত্তিতে এনডিপিএ অ্যাক্টের ২০(বি)(২)(সি) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, ওড়িশার ভূবনেশ্বর থেকে গাঁজা এনে তা নদিয়ার নবদ্বীপে একজনকে দেওয়ার কথা ছিল ধৃতদের। ধৃতরা দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত বলে পুলিসের দাবি। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিস। গাঁজার উৎসের বিষয়ে এবং কাকে তা পাচারের পরিকল্পনা ছিল জানতে ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৭ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

আরও পড়ুন – কেন এটিএম-এ 4-সংখ্যার পিন থাকে, এটিএম সম্পর্কে 6 তথ্য যা আপনাকে অবাক করে দেবে!

 

উল্লেখ্য, দুই গাঁজা পাচারকারীকে পুলিস গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতদের নাম শেখ ফিরন ওরফে ফিরোজ ও বিজয় রায়। বর্ধমান থানার নারায়ণদিঘি ক্যানেলপাড় এলাকায় ফিরনের বাড়ি। অপরজনের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের সুভাষপল্লি মাঠপাড়ায়। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান থেকে গাঁজা পাচারের খবর পেয়ে বর্ধমান-কালনা রোডে ফ্লাইওভারের কাছে নজরদারি চালায় পুলিস।

 

একটি অ্যাম্বাসাডার গাড়ি দেখে পুলিসের সন্দেহ হয়। পুলিস গাড়িটিকে আটকায়। গেজেটেড অফিসার হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্যর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালায় পুলিস। গাড়িতে থাকা ৮টি ব্যাগ থেকে ১১৫.৯৩ কেজি গাঁজা মেলে বলে পুলিসের দাবি। ঘটনার বিষয়ে বর্ধমান থানার সাব-ইন্সপেক্টর অনুপ দে অভিযোগ দায়ের করেন।

 

গ্রেফতার দুই গাঁজা পাচারকারী। দুই গাঁজা পাচারকারীকে পুলিস গ্রেপ্তার করলো। ঘটনাটি ঘটে বর্ধমান থানা এলাকায়। ধৃতদের নাম শেখ ফিরন ওরফে ফিরোজ ও বিজয় রায়। বর্ধমান থানার নারায়ণদিঘি ক্যানেলপাড় এলাকায় ফিরনের বাড়ি। অপরজনের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের সুভাষপল্লি মাঠপাড়ায়। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান থেকে গাঁজা পাচারের খবর পেয়ে বর্ধমান-কালনা রোডে ফ্লাইওভারের কাছে নজরদারি চালায় পুলিস।

 

একটি অ্যাম্বাসাডার গাড়ি দেখে পুলিসের সন্দেহ হয়। পুলিস গাড়িটিকে আটকায়। গেজেটেড অফিসার হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্যর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালায় পুলিস। গাড়িতে থাকা ৮টি ব্যাগ থেকে ১১৫.৯৩ কেজি গাঁজা মেলে বলে পুলিসের দাবি। ঘটনার বিষয়ে বর্ধমান থানার সাব-ইন্সপেক্টর অনুপ দে অভিযোগ দায়ের করেন।

 

তার ভিত্তিতে এনডিপিএ অ্যাক্টের ২০(বি)(২)(সি) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, ওড়িশার ভূবনেশ্বর থেকে গাঁজা এনে তা নদিয়ার নবদ্বীপে একজনকে দেওয়ার কথা ছিল ধৃতদের। ধৃতরা দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত বলে পুলিসের দাবি। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিস। গাঁজার উৎসের বিষয়ে এবং কাকে তা পাচারের পরিকল্পনা ছিল জানতে ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৭ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top