দুগ্গামণিকে স্ক্রিপ্ট মুখস্থ করাচ্ছেন গায়েত্রী

দুগ্গামণিকে স্ক্রিপ্ট মুখস্থ করাচ্ছেন গায়েত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টেলিভিশনের পর্দায় জমে উঠেছে দুগ্গামণি ও বাঘ মামার গল্প। এই সিরিয়ালের হাত ধরেই ফের দর্শকদের মন জয় করছে খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার। রাধিকার সঙ্গে আরও একজন দর্শকদের ভীষণ প্রিয় মানালি দে এই সিরিয়ালে রয়েছেন। গায়েত্রীর ভূমিকায় অভিনয় করছেন মানালি। আর যেখানেই রাধিকা সেখানেই তাকে ঘিরে নানান ধরনের মজা, দুষ্টুমি, খুনসুটি হতেই থাকে। আর মানালির সঙ্গে রাধিকার বন্ধুত্ব বেশ জমে উঠেছে পর্দার বাইরেও। শ্যুটিংয়ের ফাঁকে তাদের একসঙ্গে মজা করতেও দেখা যায়। আর এবার দেখা গেল ছোট্ট দুগ্গামণিকে স্ক্রিপ্ট মুখস্থ করাচ্ছেন মানালি।



রাধিকা তথা দুগ্গামণি সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে সক্রিয়। খুদে তারকার সোশ্যাল মিডিয়ার পেজে চোখ রাখলেই এরকম বহু ভিডিও নজরে আসবে। সম্প্রতি রাধিকা ও মানালি দে-এর ইনস্টাগ্রাম পেজেই দেখা গেল ছোট্ট দুগ্গামণিকে চিত্রনাট্য মুখস্থ করাচ্ছেন মানালি। ভিডিওতে দেখা গিয়েছে, দুজনেই কালো রঙের টপ আর ডেনিম পরেছেন। দেখা যাচ্ছে মানালি একহাতে রাধিকাকে জড়িয়ে ধরে রয়েছেন। অপর হাতে চিত্রনাট্য তুলে নিয়ে নায়িকা বলেন, পড়েনি তো চল।



এরপর ভিডিওতে দেখা যায়, প্রথমে মানালিকে তাঁর নিজের অংশটি পড়ে নিয়ে রাধিকাকে কিউ দিতে দেখা যায়। রাধিকাকেও পড়ে পড়ে নিজের লাইনগুলো মুখস্থ করতে দেখা যায়। রাধিকা নিজের অংশের সংলাপ খুব সুন্দরভাবেই বলে। আর এই ভিডিও দেখে মনে করা হচ্ছে হচ্ছে এই সিরিয়ালের গল্প সম্ভবত এই পথেই এগোবে। রাধিকা ও মানালির এই জুটিকে ভালোবাসা দেখিয়েছেন বহু নেটিজেন। এই ভিডিও রাধিকা শেয়ার করে লিখেছেন, দেখো বন্ধুরা  আমি আর মানালি মিমি কেমন করে স্ক্রিপ্ট পড়ি।

RECOMMENDED FOR YOU.....