দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত – ২ চালক

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত – ২ চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত – ২ চালক। দূটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই লরি চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিকৌর ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে একটি রায়গঞ্জ গামী ও অপর একটি ডালখোলাগামী লরির মধ্যে সংঘর্ষ হয়। ফলে লরির ভেরতেই আটকে পরে দুই চালক।

 

লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দ্রুত উদ্ধার করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায় হয়। কিছুক্ষণ পর যানচলাচল স্বাভাবিক করা হয়। চালকদের স্বাস্থ্যের অবনতি হলে তাদেরকে রায়গঞ্জ সুপার স্পেশিয়ালিস্ট হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রশাসন সূত্রে জানাযায়, আহত এক গাড়ির চালকের নাম রফিকুল ইসলাম বাড়ি মুশিদাবাদের কুলেন্ডা গ্ৰামে। অপর লরির চালকের নাম নন্দন প্রসাদ বাড়ি বিহারের নওদা এলায়।

আরও পড়ুন – ভিডিও কলে নগ্ন মহিলার ভিডিও দেখিয়ে টাকা দাবি করার অভিযোগ

উল্লেখ্য, দূটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই লরি চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত বিকৌর ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে একটি রায়গঞ্জ গামী ও অপর একটি ডালখোলাগামী লরির মধ্যে সংঘর্ষ হয়।

 

ফলে লরির ভেরতেই আটকে পরে দুই চালক। স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দ্রুত উদ্ধার করণদিঘী গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায় হয়। কিছুক্ষণ পর যানচলাচল স্বাভাবিক করা হয়। চালকদের স্বাস্থ্যের অবনতি হলে তাদেরকে রায়গঞ্জ সুপার স্পেশিয়ালিস্ট হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রশাসন সূত্রে জানাযায়, আহত এক গাড়ির চালকের নাম রফিকুল ইসলাম বাড়ি মুশিদাবাদের কুলেন্ডা গ্ৰামে। অপর লরির চালকের নাম নন্দন প্রসাদ বাড়ি বিহারের নওদা এলায়। দুটি লরির

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top