দুদিনের কেরাম প্রতিযোগিতা শুরু হলো সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব হল ঘরে। সূর্যনগর ফেন্ডস ইউনিয়ন ক্লাব পরিচালিত ও জেলা কেরাম এসোসিয়েশনের সহযোগিতায় দুদিনের কেরাম প্রতিযোগিতা শুরু হলো সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব হল ঘরে।আজ এই প্রতিযোগিতার শুরু দিন, ফিতে কেটে সুচনা করেন ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য ও ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রতিযোগিতার সুচনা পর্বে ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য্য জানান বাংলার উর্তি খেলোয়াড়দের এই ২৯” ইঞ্চি কেরামের প্রতি আকর্ষণ নেই।
ক্রিকেট,ফুটবল ও টেবিল টেনিস খেলার মতো যতটা আকর্ষণ রয়েছে ঠিক ততটাই আকৃষ্ট গড়ে তোলার জন্য কোচিং কেম্প তৈরী করা হবে এই প্রতিযোগিতার শেষে।অন্যান্য জেলায় কেরাম খেলে বড় বড় চাকরি করছেন তাই মদনবাবুর বিশ্বাস এই প্রতিযোগিতা থেকে নেক খেলোয়াড় উঠে আসবে।আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় খেলোয়াড় র্দুজয় ঘোষ এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ ।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
সূর্যনগর ফেন্ডস ইউনিয়ন ক্লাব পরিচালিত ও জেলা কেরাম এসোসিয়েশনের সহযোগিতায় দুদিনের কেরাম প্রতিযোগিতা শুরু হলো সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব হল ঘরে।আজ এই প্রতিযোগিতার শুরু দিন, ফিতে কেটে সুচনা করেন ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য ও ক্লাবের অন্যান্য সদস্যরা।প্রতিযোগিতার সুচনা পর্বে ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য্য জানান বাংলার উর্তি খেলোয়াড়দের এই ২৯” ইঞ্চি কেরামের প্রতি আকর্ষণ নেই।
আরও পড়ুন – বাংলাদেশে পাচারের আগে উদ্ধার দশ লক্ষ টাকার ইয়াবা ও টাইডেল ট্যাবলেট
ক্রিকেট,ফুটবল ও টেবিল টেনিস খেলার মতো যতটা আকর্ষণ রয়েছে ঠিক ততটাই আকৃষ্ট গড়ে তোলার জন্য কোচিং কেম্প তৈরী করা হবে এই প্রতিযোগিতার শেষে।অন্যান্য জেলায় কেরাম খেলে বড় বড় চাকরি করছেন তাই মদনবাবুর বিশ্বাস এই প্রতিযোগিতা থেকে নেক খেলোয়াড় উঠে আসবে।আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় খেলোয়াড় র্দুজয় ঘোষ এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ ।