দু’দিনের ছুটিতে প্রকৃতির কোলে, ঘুরে আসুন তাজপুর সৈকত থেকে

দু’দিনের ছুটিতে প্রকৃতির কোলে, ঘুরে আসুন তাজপুর সৈকত থেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অফবিট-  যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে, তাজপুর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রতট তাজপুর, এখন শহরবাসীর কাছে এক জনপ্রিয় উইকেন্ড গেটওয়ে। কলকাতা থেকে মাত্র চার-পাঁচ ঘণ্টার পথ — দু’দিনের ছুটিতেই আপনি ফিরতে পারবেন এক ঝলক প্রশান্তি ও সমুদ্রের টানে।

তাজপুরের মূল আকর্ষণ এর শান্ত পরিবেশ ও কম জনসমাগম। দিঘা কিংবা মন্দারমণির মতো অতটা ভিড় না থাকায় এখানে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করা যায়। লাল কাঁকড়ায় ভরা এই সমুদ্রসৈকত সূর্যোদয় ও সূর্যাস্তের সময় চোখ জুড়ানো দৃশ্য উপহার দেয়।

তাজপুরে রয়েছে বিভিন্ন রিসোর্ট ও হোটেল, যা সমুদ্রের একেবারে কাছে থেকে থাকার সুযোগ করে দেয়। মাছভাত, চিংড়ি কিংবা কাঁকড়ার ঝাল খেতে খেতে সমুদ্রের গর্জন শোনার অভিজ্ঞতা একেবারেই আলাদা। সকালের হালকা রোদে সৈকতের ধারে হাঁটা কিংবা রাতে সমুদ্রের শব্দে ঘুমোনো – তাজপুরে দু’দিন কাটানো মানেই নিজের সঙ্গে একান্তে সময় কাটানো।

এই স্থানটি জলক্রীড়ার জন্যও উপযুক্ত। অনেক রিসোর্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর ব্যবস্থাও করে দেয় — যেমন স্পিড বোট, বানা বোট বা প্যারা সেলিং।

তাজপুর ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ। তবে গ্রীষ্মেও ছুটির দিনে এখানে একদিনের ছুটিতে অনেকেই যান। যারা অল্প খরচে, কম সময়ে প্রকৃতি আর নির্জনতা উপভোগ করতে চান — তাদের জন্য তাজপুর নিঃসন্দেহে এক উপযুক্ত ঠিকানা।

দু’দিনের ভ্রমণে প্রকৃতি, সমুদ্র আর নিরিবিলি শান্তি খুঁজতে চাইলে এবার ঘুরে আসুন তাজপুর থেকে। মন ভালো হবে নিশ্চয়ই।


  

  



RECOMMENDED FOR YOU.....

Scroll to Top