হাওড়া – টানা দু’দিনের নিম্নচাপের বৃষ্টিতে হাওড়ার একাধিক এলাকা কার্যত জলের তলায়। কদমতলা, টিকিয়াপাড়া, সাতরাগাছি, বাঁকড়া, বালটিকুরি এবং দাশনগর—প্রতিটি অঞ্চলেই বৃষ্টির জল জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের। চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে চিত্র আরও শোচনীয় বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের একটি সরকারি অনুমোদিত মাদ্রাসায়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, লাইব্রেরি থেকে অফিস পর্যন্ত জলমগ্ন। অভিভাবকরা জানিয়েছেন, পড়ুয়ারা স্কুলে পৌঁছে জলমগ্ন পরিস্থিতি দেখে ক্লাস না করেই ফিরে যেতে বাধ্য হয়েছে।
বৃষ্টির কারণে এলাকার রাস্তাগুলিতে তৈরি হয়েছে গভীর খানা-খন্দ, কোথাও কোথাও ধসে পড়েছে রাস্তার একাংশ। ফলে পথচারীদের পক্ষে হাঁটাচলা দুঃসাধ্য হয়ে উঠেছে। যান চলাচলও ব্যাহত, দীর্ঘ ট্র্যাফিক জ্যামে নাভিশ্বাস উঠছে যাত্রীদের।
স্থানীয়দের ক্ষোভের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরনো এক অভিযোগ—যথাযথ নিকাশি ব্যবস্থার অভাব। বৃষ্টির জল নামার কোনও রাস্তা নেই, প্রতিবারের মতো এবারও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
অভিভাবকদের অভিযোগ, স্কুল পরিচালনা কমিটিও এই সমস্যা সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।
একজন অভিভাবক জানান:
“প্রতি বছর বর্ষায় এই একই ছবি দেখি। প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না, আর আমাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়।”
