দু’দিনের মধ্যেই গ্রেফতার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়

দু’দিনের মধ্যেই গ্রেফতার কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নয়াদিল্লি: বাংলার সোনা জয়ী কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থায় অভিযুক্ত কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার । শুক্রবার সন্ধ্যায় তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে গোয়া পুলিশ।
বুধবার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একই ভিডিও পোস্ট করে সাহায্য প্রার্থনা করেছিল বাংলার কিশোরী সাঁতারু। গত ছ’মাস ধরে গোয়ায় এই বাঙালি কোচ ওই কিশোরী সাঁতারুর সঙ্গে অশালীন আচরণ করত বলে অভিযোগ।এর দু’দিনের মধ্যেই গ্রেফতার করা হয় কুকীর্তি সম্পন্ন সাঁতারু কোচ সুরজিৎকে৷

খবর প্রকাশ্যে আসতেই গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত কোচ। সুত্র ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ দলও পাঠায় গোয়া পুলিশ। এদিন সন্ধ্যায় অভিযুক্ত কোচ সুরজিৎকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে৷ অভিযুক্ত কোচের বিরুদ্ধে আইপিসি ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩৫৪ ধারায় শ্লীলতাহানী এবং শিশুদের সঙ্গে যৌন নিপিড়নের জন্য পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়৷

টুইটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমি কড়া পদক্ষেপ করেছি। গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন ওই কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের চুক্তি বাতিল করেছে। সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়াকে জানিয়েছি, সুরজিৎ যেন দেশের কোথাও চাকরি না-পায়। ফেডারেশন এবং দেশের সর্বক্ষেত্রে তা প্রযোজ্য।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top