দুদিনের সিকিম সফরে গেলেন দিলীপ ঘোষ। দুদিনের সিকিম সফরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সিকিম যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 100 দিনের কাজের বরাদ্দের টাকা না দেওয়ায় তৃণমূলের দুদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন ।
আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস
তৃণমূল কেন্দ্রের বঞ্চনার কথা বলে আসছেন কেন্দ্রের যত টাকা আসছে তা কোথায় চলে যাচ্ছে হিসেব নেই, সর্বোচ্চ দুর্নীতি আর কাটমানি ,কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকাগুলো রাজ্যের মানুষ পায়না, অন্য রাজ্য থেকে পশ্চিমবাংলা কে কোন অংশে কম টাকা দেওয়া হয় না। সেই জন্য আমার মনে হয় হিসাব দেওয়াটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে হিসাবপত্র দিন টাকার দাবি করুন নিশ্চয় কেন্দ্র টাকা দেবে।
সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য বিজেপির মধ্যে তৃণমূল এবং কংগ্রেসের চর
এই প্রসঙ্গে তিনি পুরোপুরি এড়িয়ে গিয়ে বলেন উনি বলতে পারবেন ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন বলতে পারবেন।
আসানসোল পুরসভায় জল সমস্যা নিয়ে তিনি জানান সারা পশ্চিমবাংলায় জল নিয়ে সমস্যা আছে ।জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শুরু হয় সমস্যা যতক্ষণ না বৃষ্টি আসছে হাহাকার চিৎকার-চেঁচামেচি রাস্তা ঘেরাও সর্বত্রই শুরু হয় এই করতে করতে সময় পার হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে যায় ।সবাই ভুলে যায় সরকার ভুলে যায় কিছু করার নেই । কুয়োর জল পুকুরের জল নিয়ে খাচ্ছে রান্না করছে তাও সেই জল পরিষ্কার নয় কেন এইরকম বারবার সমস্যায় পড়ে মানুষ। যখন আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় ছিলেন তখন জলের সমস্যা মেটাতে টাকাও খরচা করেছেন ।এই সমস্যা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কেন সমস্যা সমাধান হয় না।