ভাইরাল – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক আবেগঘন দৃশ্য। বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দুধের শিশুকে বুকে বেঁধে অটো চালাতে দেখা গেছে এক যুবককে। ইনস্টাগ্রামে ‘ঋতু._’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, ওই অটোচালক তাঁর ছোট্ট শিশুকে বুকের কাছে স্ট্র্যাপ দিয়ে নিরাপদে বেঁধে অটো চালাচ্ছেন। শিশুটি বাবার কোলে আরাম করে বসে, দু’হাত দিয়ে বাবার জামা আঁকড়ে ধরে আছে।
ঘটনাটি এক পথচারীর নজরে পড়ে, যিনি মোবাইলে ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের প্রশংসা কুড়োয় ওই অটোচালক।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, “পেশা এবং সংসারের দায়িত্ব দুটোই একসঙ্গে সামলাচ্ছেন, তিনি সত্যিই অনুপ্রেরণা।” আরেকজন লেখেন, “এমন বাবারাই সত্যিকারের হিরো।” তবে অনেকেই চিন্তিত হয়ে প্রশ্ন তুলেছেন শিশুটির মায়ের সম্পর্কে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “আপনার স্ত্রী কোথায়? তিনি কি সুস্থ আছেন?”
যদিও অটোচালকের নাম ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, নেটিজেনরা তাঁর দায়িত্ববোধ, সাহস ও সংগ্রামের প্রশংসা করতে ভোলেননি।
