দুধে ভেজাল দিতে গিয়ে বিপত্তি । দুধে মিশ্রিত উপকরণ সহ গ্রেপ্তার চার

দুধে ভেজাল দিতে গিয়ে বিপত্তি । দুধে মিশ্রিত উপকরণ সহ গ্রেপ্তার চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জয়নগর, ১৯ শে জুন :মঙ্গলবার সন্ধ্যায় জয়নগর থানার গোচরন থেকে ঢোসা হাট যাওয়ার রাস্তায় চাতরা মোড়ে নির্জন জায়গায় একটি দুধের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার মানুষ, কৌতূহলবশত তারা এগিয়ে গিয়ে দেখে ,চারজন লোক গাড়িতে থাকা দুধের ক্যান গুলিতে এক ধরনের পাউডার দুধের সঙ্গে মেশাচ্ছে । সাথে সাথে তারা জয়নগর থানার পুলিশকে খবর দেয় , সূত্রের খবর এর গুরুত্ব দিয়ে মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং গাড়িটিকে ঘিরে ফেলে , আটক করে ওই দুধের গাড়িসহ ১৩ টি দুধের ক্যান এবং ছটা খালি বিশেষ পাউডার এর প্যাকেট একটা ভরা পাউডারের প্যাকেট ও দুটি সন্দেহজনক পাউডারের কৌটো। গাড়ির মধ্য থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে।

ধৃতদের নাম গোরাচাঁদ বোস, বিকাশ ঘোষ ও উত্তম নস্কর এবং সানি সরদার এরা সকলেই সোনারপুর থানার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে । পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে দমদম এলাকা র খাটাল থেকে তারা দুধ নিয়ে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর এলাকায় বিভিন্ন জায়গায় দুধ সরবরাহ করে এবং রাস্তার মধ্যবর্তী ফাঁকা জায়গাতে এভাবেই তারা দুধের পরিমাণ বাড়াতে নানা রকমের পাউডার মেশাতে থাকে। দুধে মিশ্রিত ওই সব সন্দেহজনক পাউডারের নমুনা পুলিশ পরীক্ষাগারে পাঠাচ্ছে, এবং এই পাউডার তারা কোথা থেকে সংগ্রহ করে বা এই এই কাজের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top