দুধে মধু, রয়েছে বহুগুণ

দুধে মধু, রয়েছে বহুগুণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রায়া সাধুঃ সামনে পুজো তাই শরীরকে রাখতে হবে ফিট-ফাট। পুজোর ভিড়ে নজরকাড়া লুক, কার না চাই! সবার থেকে আলাদা, আট্রাকটিভ লুকে এমনকি আপনার চলন বলনে ১৮ থেকে ৫০ দিওয়ানা হতে বাধ্য। তাই রোজ রাতে নিয়ম করে দুধের সাথে মধু পান করলে মিলবে অব্যর্থ গুনাগুণ।


এবার নীচে দেখে নেওয়া যাক, দুধ মধুর মিশ্রণে কি কি গুণ রয়েছেঃ
১) প্রতি রাতে উষ্ণ গরম দুধের সাথে মধু মিশিয়ে পান করলে সারাদিনের শরীরের ক্লান্তি দূর হয়।
২) ইন্সোম্যানিয়ায় আক্রান্তদের জন্য দুধ-মধুর মিশ্রণ অত্যন্ত জরুরী। রাতে ভালো ঘুম হয়।


৩) আপনি কি হজমির সমস্যায় নাজেহাল! কিংবা গ্যাসে জর্জরিত? তাহলে চটপট রেহাই পেতে রাতে ঘুমানোর আগে দুধ মধু মিশ্রণ পান করা অত্যাবশ্যক। (যাদের দুধে অসুবিধা আছে তারা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে এই টোটকা লক্ষ্য করবেন)
৪) ত্বকের ঔজ্জ্বল্যতা বৃদ্ধিতে মধু ও দুধের মিশ্রণের অবদান অপরিসীম।
তাই সব শেষে বলা যায়, পুজোর আগে দুধ মধুতেই সেরে ফেলুন মেক ওভারের পর্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top