নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৩ ই সেপ্টেম্বর : নিজেদেরকে দুবাইয়েরবাসিন্দা বলে পরিচয় দিয়ে দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা জোনাল মার্কেটের একাধিক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা হাতানোর চেষ্টা।একটি কাপড়ের দোকান থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের থানায়।
দুর্গাপুরের কোকওভেন থানার জোনাল মার্কেটে বুধবার সন্ধ্যায় দীর্ঘদেহী এক প্রায় ৫৫ বছর বয়স্ক পুরুষ এবং ৫০ বছর বয়সী এক মহিলা সঙ্গী কয়েকটি দোকানে যায়।এরা নিজেদেরকে দুবাই এর বাসিন্দা বলে পরিচয় দেন।প্রত্যেক দোকানে গিয়ে ভাঙা ভাঙা হিন্দীতে এবং অনর্গল ইংরাজিতে কথা বলতে থাকেন এবং প্রায় সব দোকানদারকেই বলেন ভারতীয় দুশো ,পাঁচশো এবং দু হাজার টাকার নোট কেমন তাদের দেখানো হোক।তারা দোকানের ক্যাশবাক্স যেখানে সেখানে গিয়ে এই ভারতীয় টাকা দেখতে চলে যান বলে অভিযোগ। ওই প্রবীন পুরুষটি ক্যাশবাক্সে হাত ঢুকিয়ে নোট তুলে নেন এমন ছবিও একটি দোকানের সিসিটিভি তে ধরা পড়ে।প্রথম দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে ব্যার্থ হলেও একটি কাপড়ের দোকানে একজোড়া মোজা কেনে এই প্রবীন দম্পতী। তারপরে দোকান মালিকের কাছে এসে ক্যাশ বাক্সে হাত ঢুকিয়ে টাকা তুলে জানতে চান ভারতীয় ১০০,২০০ টাকা কেমন তা দেখাতে।দোকান মালিক অভিজিৎ গুপ্তার অভিযোগ ক্যাশ বাক্সে রাখা ২৫ হাজার টাকা যা তিনি গাড়ির কিস্তির পেমেন্ট এর জন্য রেখেছিলেন তা হাতিয়ে নেয়।বুধবার কোকওভেন থানায় প্রথমে অভিযোগ না নিলেও পরে অভিযোগ জমা নেয়।এই একই ঘটনা দুর্গাপুরের সিটিসেন্টারের অম্বুজা তে একটি দোকানেও ঘটে।এই প্রবীন দম্পতী কারা? কোথা থেকে এসেছেন? এদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন অভিযোগকারী অভিজিৎ গুপ্তা।যদিও এই বিষয়টি নিয়ে পুলিশ এখনও কিছু বলতে চাননি।