ব্যাংকক – ব্যাংককের পর মায়ানমার। জোরালো কম্পন ভারতের পড়শি দেশ মায়ানমারে। শুক্রবার পর পর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার।
জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.২। আর দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৭।
ভূমিকম্পের তীব্রতা এত জোরালো ছিল যে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে মায়ানমারের ভূমিকম্প।
