কোচবিহারে এবার দুয়ারে সরকারের বদলে দুয়ারে নর্দমা। গতকাল রাত থেকেই কোচবিহার জুড়ে চলছে প্রবল বর্ষণ আর তার ফলে এবার দুয়ারে সরকারের বদলে দুয়ারে নর্দমা। শহর জুড়ে বিভিন্ন এলাকায় বাড়ির ভিতরে ঢুকে পড়ছে নর্দমার জল। বেহাল পৌরসভার নিকাশি ব্যবস্থা। নতুন রূপে দায়িত্ব নেওয়ার পর কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছিলেন এবার জল জমবে না বর্ষাতেও কিন্তু ঘটনা দেখা গেল ঠিক তার উল্টো।
কোচবিহারের যে সমস্ত ওয়ার্ড গুলিকে কোন দিন জল দেখা যায় না, সেই সমস্ত ওয়ার্ডগুলির বিভিন্ন বাড়িতে ঢুকতে শুরু করলো নর্দমার জল। পাশাপাশি শহরের রাস্তা গুলিও জলমগ্ন। আরি নিকাশি নালার নিয়ে ক্ষোভ উগরে দিল কোচবিহার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক । সরাসরি তিনি জানিয়ে দিলেন হাই ড্রেনের কাজ ঠিকমতো হয়নি সে কারণেই জল দাঁড়িয়ে গেছে শহরের বিভিন্ন জায়গায়। পাশাপাশি তিনি বলেন ওয়ার্ডের লেবার দিয়েই নিকাশি নালার কাজ চলছে অতিরিক্ত লেবার লাগিয়ে সাইটগুলি পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা আর এখানেই রয়েছে গাফিলতি। ফলে সরাসরি দলের পৌরপতির উপরেই খোভ উপড়ে দিল দলের অপর কাউন্সিলর।
আরও পড়ুন – কন্যার সুনাম ও মর্যাদা বৃদ্ধি, সাফল্য পাবেন কুম্ভ
বিরোধীরা বারবার নিকাশি নালার নিয়ে অভিযোগ জানিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবার সরাসরি দলের কাউন্সিলর পৌরসভার কাজ নিয়ে তুলল প্রশ্ন ? বৃষ্টির কারণে বিভিন্ন বাড়িগুলোতে জল ঢুকেছে ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস। এমন কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডে এক কোমর জল জমে গেছে। বৃষ্টির জল আর নর্দমার জল মিলেমিশে একাকার হওয়ার কারণেই সরকারের দুয়ারে সরকারের পর এবার দুয়ারে নর্দমা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে পৌরসভার দিকে।