দুয়ারে সরকারের নয়াপরিষেবা নিয়ে সভা হরিশ্চন্দ্রপুরে। একাধিক নয়া পরিষেবা নিয়ে আজ রাজ্য ব্যাপী শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। রাজ্যের সকল মানুষ আসুন এবং মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত দুয়ারের সুবিধা উপভোগ করুন।
দুয়ারে সরকার শিবির এবং আগামী ৭ ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ডিজেল ও পেট্রোল সহ পেট্রপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদেহরিশ্চন্দ্রপুরে ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান,ও হরিশ্চন্দ্রপুর ২নং ব্লক সভাপতি তাবারোক হোসেন, সেতাবুর রহমান,হরিশ্চন্দ্রপুর ২ নং যুব সভাপতি মুনিরুল ইসলাম সহ অন্যান্য নেতবৃন্দ।
জমাটি আয়োজন এর সঙ্গে হাজির দুয়ারে সরকার শিবির নতুন পরিষেবা নিয়ে ১-৩০ নভেম্বর অব্দি চলবে দুয়ারের সরকার শিবির মোট ২৭ টি পরিষেবা প্রদান করা হবে। প্রতিটি জেলায় কুড়ি শতাংশ ভ্রাম্যমান শিবির। জমির পাট্টা নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা জনিত কিছু পরিষেবা প্রদান। ১৫ লক্ষের ও বেশি মৎস্যজীবীকে সচিত্র পরিচয় পত্র প্রদান সুবিধা প্রদান করা হবে। বুথ স্তরের মহিলা তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের যে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছেন কি না, তার খোঁজ নেওয়া হবে। প্রকল্পের সুবিধে না পেলে পাওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিষয়টিও প্রচারে তুলে ধরা হবে জানান জম্মু রহমান।
উল্লেখ্য, দুয়ারে সরকারের নয়াপরিষেবা নিয়ে সভা হরিশ্চন্দ্রপুরে। একাধিক নয়া পরিষেবা নিয়ে আজ রাজ্য ব্যাপী শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। রাজ্যের সকল মানুষ আসুন এবং মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত দুয়ারের সুবিধা উপভোগ করুন।
দুয়ারে সরকার শিবির এবং আগামী ৭ ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ডিজেল ও পেট্রোল সহ পেট্রপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদেহরিশ্চন্দ্রপুরে ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান,ও হরিশ্চন্দ্রপুর ২নং ব্লক সভাপতি তাবারোক হোসেন, সেতাবুর রহমান,হরিশ্চন্দ্রপুর ২ নং যুব সভাপতি মুনিরুল ইসলাম সহ অন্যান্য নেতবৃন্দ।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
জমাটি আয়োজন এর সঙ্গে হাজির দুয়ারে সরকার শিবির নতুন পরিষেবা নিয়ে ১-৩০ নভেম্বর অব্দি চলবে দুয়ারের সরকার শিবির মোট ২৭ টি পরিষেবা প্রদান করা হবে। প্রতিটি জেলায় কুড়ি শতাংশ ভ্রাম্যমান শিবির। জমির পাট্টা নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা জনিত কিছু পরিষেবা প্রদান। ১৫ লক্ষের ও বেশি মৎস্যজীবীকে সচিত্র পরিচয় পত্র প্রদান সুবিধা প্রদান করা হবে। বুথ স্তরের মহিলা তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের যে প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছেন কি না, তার খোঁজ নেওয়া হবে। প্রকল্পের সুবিধে না পেলে পাওয়ার ব্যবস্থা করবে। কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিষয়টিও প্রচারে তুলে ধরা হবে জানান জম্মু রহমান।