দুয়ারে সরকারে খুশি সাধারণ মানুষ। দুয়ারে সরকার শিবিরে রেশন কার্ড আধার লিঙ্ক করতে পারায় খুশি এলাকার হাজারো মানুষ । এলাকার মানুষের দাবি খাদ্য সাথীর রেশন কার্ড আধার লিঙ্ক করতে টাকা খরচ করে চোপড়া ব্লকে যেতে হতো। এতে সারাদিন লেগে যেত । অনেক সময়ে ভিড়ের কারণে কাজ না হওয়ায় ফিরে আসতে হতো বাড়ি । এতে সাধারণ গরিব মানুষের যেমনি কাজের ক্ষতি হতো তার সাথে গাড়ি ভাড়া খরচ বাবদ কিছু পয়সা খরচ হতো । সম্প্রতি পুনরায় দুয়ারে সরকার চালু হওয়ায় চোপড়া ব্লক খাদ্য দপ্তর কম্পিউটার নিয়ে দুয়ারে সরকারের শিবিরে স্টল বসিয়েছেন ।
সেই স্টলে এলাকার সাধারণ মানুষ তাদের বাড়ির সামনেই দুয়ারে সরকার শিবিরে বিনা খরচায় রেশন কার্ড আধার লিঙ্ক করে নিচ্ছেন। তাই এবারের দুয়ারে সরকার শিবিরে অন্যান্য স্টল গুলির চেয়ে খাদ্য সাথী কাউন্টারে লম্বা লাইন লক্ষ্য করা গেছে । বুধবার দুয়ারী সরকার শিবির বসে চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের টুনিখারি বাউরি গছ প্রাথমিক বিদ্যালয় মাঠে । এদিনের দুয়ারের সরকার শিবিরে সাধারণ মানুষের কাজ সঠিকভাবে করার জন্য উপস্থিত ছিলেন মাঝিয়ালি পঞ্চায়েত প্রধান শহর বানু চোপড়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ্যা আসমত আরা বেগম মাঝিয়ালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক প্রমূখ ।
আরও পড়ুন – প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতাকে উদ্ধার করলও স্বেচ্ছাসেবী সংস্থা
এদিনের শিবিরে খাস জমির পাট্টা বিদ্যুতের বকেয়া বিল জমা দেওয়ার ও কাউন্টারে ভিড় ছিল । এছাড়াও এইদিনের দুয়ারে শিবিরে লায়ন্স ক্লাবের সোনাপুর ইউনিটের পক্ষ থেকে স্টল বসিয়ে বিনামূল্যে সর্ব সাধারণের সুগার পরীক্ষা করান । ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম এবং রাজু ছেত্রী জানান এদিন তারা প্রায় দুই হাজার মানুষের বিনামূল্যে সুগার পরীক্ষা করেন । লায়ন্স ক্লাবের এই উদ্যোগে এলাকার মানুষ খুশি ।
তবে এদিনের দুয়ারে সরকার শিবিরে সবকিছু ঠিকঠাক চললেও বেশ কয়েকটি জেরক্স এর দোকানে জেরক্স করতে প্রতি পিস পাঁচ টাকা করে নেওয়ায় সাধারণ মানুষ অসন্তুষ্ট । প্রধান শহর বানু জানান মাঝিয়ালী অঞ্চলের এদিন ছিল তৃতীয় দিনের শিবির । মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাধারণ মানুষের সব ধরনের কাজ করার উদ্দেশ্যে এবারের দুয়ারে সরকার শিবিরে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে ।