দুয়ারে সরকার পরিদর্শনে ইসলামপুর মহকুমা শাসক। পহেলা নভেম্বর থেকে আবার শুরু হল দুয়ারে সরকার শিবির । এবারে বাড়তি কিছু পরিষেবা দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে যোগ হয়েছে জমির পাট্টা বিদ্যুৎ বকেয়া বিলের উপরে ৫০ শতাংশ ছাড় বিদ্যুতের নতুন কানেকশন এবং মৎস্যজীবীদের জন্য সুবিধা প্রদান ।
বুধবার চোপরা ব্লকের দ্বিতীয় দিনের দুয়ারে সরকার শিবির বসে মাঝিয়ালী অঞ্চলের চুয়া গাড়ি চৌরঙ্গী মোর হাট খোলায় । শিবিরে সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে যান ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল পঞ্চায়েত প্রধান শহর বানু, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষা আসমত আরা বেগম চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ একরামুল হক নরেশ সিংহ হামিদুল রহমান প্রমূখ।
এ দিনের শিবিরে জমির পাটটা বিদ্যুৎ বিলে ছাড় এবং নতুন কানেকশনের আবেদন স্টলে ভালো সারা পরেছে । মহকুমা শাসক প্রতিটি স্তলে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং স্টল গুলিতে দ্রুত কাজ করার পরামর্শ দেন । পঞ্চায়েত সূত্রে জানা যায় মাঝিয়ালী অঞ্চলে আগামী ১২ এবং ২৩ নভেম্বর দুটি শিবির বসবে ।
উল্লেখ্য, পহেলা নভেম্বর থেকে আবার শুরু হল দুয়ারে সরকার শিবির । এবারে বাড়তি কিছু পরিষেবা দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে যোগ হয়েছে জমির পাট্টা বিদ্যুৎ বকেয়া বিলের উপরে ৫০ শতাংশ ছাড় বিদ্যুতের নতুন কানেকশন এবং মৎস্যজীবীদের জন্য সুবিধা প্রদান । বুধবার চোপরা ব্লকের দ্বিতীয় দিনের দুয়ারে সরকার শিবির বসে মাঝিয়ালী অঞ্চলের চুয়া গাড়ি চৌরঙ্গী মোর হাট খোলায় ।
শিবিরে সঠিক ভাবে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে যান ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল পঞ্চায়েত প্রধান শহর বানু, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষা আসমত আরা বেগম চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ একরামুল হক নরেশ সিংহ হামিদুল রহমান প্রমূখ।
এ দিনের শিবিরে জমির পাটটা বিদ্যুৎ বিলে ছাড় এবং নতুন কানেকশনের আবেদন স্টলে ভালো সারা পরেছে । মহকুমা শাসক প্রতিটি স্তলে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং স্টল গুলিতে দ্রুত কাজ করার পরামর্শ দেন । পঞ্চায়েত সূত্রে জানা যায় মাঝিয়ালী অঞ্চলে আগামী ১২ এবং ২৩ নভেম্বর দুটি শিবির বসবে ।