দুয়ারে সরকার শিবিরে খাদ্য সাথী কাউন্টারে উপচে পড়া ভিড়। দুয়ারে সরকার শিবিরে খাদ্য সাথী কাউন্টারে রেশন কার্ড আধার লিঙ্ক করার জন্য উপচে পড়া ভিড় । এছাড়াও বিদ্যুতের বকেয়া বিল ৫০ শতাংশ মুকুবের জন্য ও ছিল লম্বা লাইন ।মৎস্য জীবীদের নাম নথিভুক্ত করন এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কাউন্টার করা হয়েছে । মৎস্য দপ্তরের পক্ষে জানা যায় চোপড়া ব্লকে দরে সরকারের মাধ্যমে এ পর্যন্ত ১০০ জন মৎস্যজীবীর আবেদন জমা পড়েছে । মৎস্যজীবীরা ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ।
ভূমি দপ্তরের কাউন্টারে পাট্টার জন্যও আবেদন করছেন প্রচুর মানুষ । শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের দ্বিতীয় দিনের দুয়ারে সরকার শিবির বসে মাঝিয়ালি হাই স্কুল মাঠে। এদিন পরিদর্শনে আসেন চোপড়ার বি ডি ও সমীর মন্ডল পঞ্চায়েত প্রধান শহর বানু পঞ্চায়েত সমিতির সদস্যা আসমত আরা বেগম।, তৃণমূল অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক অঞ্চল সভাপতি নইমুল হক মহম্মদ মকবুল প্রমুখ ।এদিনের দুয়ারে সরকার শিবিরে জমা দেওয়ার সাথে সাথেই রেশন কার্ড আধার লিঙ্ক করে দেওয়ায় খুশি এলাকার মানুষ ।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
উল্লেখ্য, দুয়ারে সরকার শিবিরে খাদ্য সাথী কাউন্টারে রেশন কার্ড আধার লিঙ্ক করার জন্য উপচে পড়া ভিড় । এছাড়াও বিদ্যুতের বকেয়া বিল ৫০ শতাংশ মুকুবের জন্য ও ছিল লম্বা লাইন ।মৎস্য জীবীদের নাম নথিভুক্ত করন এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কাউন্টার করা হয়েছে । মৎস্য দপ্তরের পক্ষে জানা যায় চোপড়া ব্লকে দরে সরকারের মাধ্যমে এ পর্যন্ত ১০০ জন মৎস্যজীবীর আবেদন জমা পড়েছে । মৎস্যজীবীরা ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন ।
ভূমি দপ্তরের কাউন্টারে পাট্টার জন্যও আবেদন করছেন প্রচুর মানুষ । শনিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালী অঞ্চলের দ্বিতীয় দিনের দুয়ারে সরকার শিবির বসে মাঝিয়ালি হাই স্কুল মাঠে। এদিন পরিদর্শনে আসেন চোপড়ার বি ডি ও সমীর মন্ডল পঞ্চায়েত প্রধান শহর বানু পঞ্চায়েত সমিতির সদস্যা আসমত আরা বেগম।, তৃণমূল অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক অঞ্চল সভাপতি নইমুল হক মহম্মদ মকবুল প্রমুখ ।এদিনের দুয়ারে সরকার শিবিরে জমা দেওয়ার সাথে সাথেই রেশন কার্ড আধার লিঙ্ক করে দেওয়ায় খুশি এলাকার মানুষ ।