দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি শুরু, আগামী ১১ই জুলাই করা হবে ফ্ল্যাগঅফ

দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি শুরু, আগামী ১১ই জুলাই করা হবে ফ্ল্যাগঅফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

*দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি শুরু, আগামী ১১ই জুলাই করা হবে ফ্ল্যাগঅফ। নেচার এন্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পর্বতারোহীরা আবার দুর্গম অভিযানে, প্রস্তুতি শুরু,ক্লাবের পক্ষ থেকে আয়োজিত রবিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযান দলের সদস্য তথা বিশিষ্ট পর্বতারহী ভাস্কর দাস জানালেন, এবার হিমাচল প্রদেশের এক দুর্গম শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত শুধুমাত্র দুটি অভিযান সংঘটিত হয়েছে।

 

শৃঙ্গের নাম লেডি অফ কেলং যা লাহুল স্পিতি অঞ্চলে অবস্থিত। ২০০৫০ ফুট উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গের পথ খুবই দুর্গম। পথের দুর্গমতার জন্য মুল শিবিরে পৌঁছাবে না কোন মালবাহক ঘোড়া বা খচ্চর, ফলস্বরূপ দলের সদস্যদেরই অভিযানের সমস্ত জিনিসপত্র পিঠে করে নিয়ে যেতে হবে। এবারের এই অভিযান একটু অন্য ভাবেও সংগঠিত হবে। যত সম্ভব কম সংখ্যক সাপোর্ট স্টাফ নেওয়া হবে এবার এবং দলের সদস্যরাই রাস্তা তৈরী করে এগিয়ে যাবে শৃঙ্গের লক্ষে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হাওড়ার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য তিব্রেয়ালের

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছারাও উত্তরবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে তিন জন প্রতিভাবান পর্বতারোহীকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমদিত দুর্গম এই অভিযানের জন্য দশ জনের এক অভিজ্ঞ দল নির্বাচিত করা হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। অন্যান্য সদস্যরা হলেন – দীপঙ্কর সেন, জয়ন্ত সরকার, মুজিবর শেক, সুজয় বনিক, আমিত দাস, জনক কোচ, পাশাং দোরজি শেরপা, আবির চৌধুরী এবং সঞ্জিত ছেত্রি।

 

আগামী ১১ই জুলাই দেশের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেওয়া হবে অভিযাত্রী দলের হাতে। ১২ই জুলাই দলটি জলপাইগুড়ি থেকে দিল্লীর উদ্দেশে রওনা হবে। সেখান থেকে মানালি হয়ে তারা পৌঁছাবে টিন্ন গ্রামে। যার উচ্চতা ১০ হাজার ফুট। সেখান থেকেই ১৬ই জুলাই শুরু হবে হাঁটার পর্ব। মুল শিবির বা বেস ক্যম্প স্থাপন হবে ১২ হাজার ফুট উচ্চতায়। মুল শিবিরের উপরে বিভিন্ন উচ্চতাতে স্থাপিত হবে আর তিনটি শিবির। আবহাওয়া ও বাকী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ এবং ২৫ জুলাই, ২০০৫০ ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গম শৃঙ্গ আরোহণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অভিযাত্রী দলের নেতা ভাস্করদাস । দুর্গম পর্বত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top