দুর্গাপুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়? দুর্গাপুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি। পুজোয় অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম।
একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যের একাধিক জেলা। তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। পুজোর মুখে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আসানসোল-সহ রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
আর ও পড়ুন ভোর রাতে পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ২০,আহত শতাধিক
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজো আগে আগামি রবিবার ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরে। পরের চার-পাঁচদিনে ওড়িশা ও অন্ধ্র উপকূলে পৌঁছে যাবে নিম্নচাপটি। সেকারণে পুজোর সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলীতেও।
উল্লেখ্য, দুর্গাপুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি। পুজোয় অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম। একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যের একাধিক জেলা। তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। পুজোর মুখে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আসানসোল-সহ রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজো আগে আগামি রবিবার ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরে। পরের চার-পাঁচদিনে ওড়িশা ও অন্ধ্র উপকূলে পৌঁছে যাবে নিম্নচাপটি। সেকারণে পুজোর সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। অষ্টমী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলীতেও।
দুর্গাপুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়? দুর্গাপুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি। পুজোয় অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কম।