নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,৪ ঠা সেপ্টেম্বর : দুর্গাপুর থানার অন্তগত বেনাচিতি ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় দুটি ক্লাবের সংঘর্ষ। একটি কিশোর সংঘ অপরটি নবোদয় ক্লাব।
কিশোর সংঘের পক্ষ থেকে অভিযোগ, নবোদয় ক্লাব তাদের এলাকায় পুজোর ব্যানার লাগিয়ে যায়। পরে নবোদয় ক্লাবের সদস্যদের ফোন করে সেই ব্যানার নিয়ে যেতে বলা হলে তারা প্লাটা হুমকি দেয়।
অন্যদিকে নবোদয় ক্লাবের পক্ষ থেকে অভিযোগ, তাদের পুজোর ব্যানার কিশোর সংঘের ছেলেরা খুলে দেয়। এই থেকেই ঝামেলা সূত্রপাত। গতকাল রাত্রে দুটি ক্লাবের সদস্যরা ঝামেলায় জড়িয়ে পড়ে। বন্দুক, লাঠি, রড নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগের পাল্টা অভিযোগ হয়। গোটা ঘটনায় চারজন আহত। কিশোর সংঘের একজন গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। অন্যদিকে নবোদয় ক্লাবের তিনজন গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ভর্তি।
দুর্গাপুজোর চাঁদার দখলদারি নিয়ে দুই ক্লাবের সংঘর্ষ, ফাটল মাথা, আহত ৪
দুর্গাপুজোর চাঁদার দখলদারি নিয়ে দুই ক্লাবের সংঘর্ষ, ফাটল মাথা, আহত ৪
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram