দুর্গাপুজোর পর কালীপুজো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী কার্যক্রম শুরু

দুর্গাপুজোর পর কালীপুজো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী কার্যক্রম শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দুর্গাপুজোর পর এবার কালী আরাধনায় আনন্দে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। আগামী সোমবার রাজ্যজুড়ে পালিত হবে দীপাবলি। এই আলোর উৎসবের সূচনা আজ থেকেই করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে তিনি গিরিশ পার্কের ফাইভ স্টার ক্লাবে কালীপুজোর উদ্বোধন করবেন।

এরপর তিনি জানবাজার, পার্ক স্ট্রিট এবং শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ পুজো মন্ডপের উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছেন। প্রতি বছর তাঁর নিজস্ব বাড়িতেই কালীপুজোর অনুষ্ঠান হয়। এছাড়াও, শহর কলকাতার বড় বড় পুজো মন্ডপের উদ্বোধনেও অংশ নেন তিনি।

নবান্ন সূত্রে জানা গেছে, আজ বিকেল থেকেই মুখ্যমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচি শুরু হচ্ছে। এই উদ্যোগে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, শহরের পুজোকে আরও সুশৃঙ্খল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন মণ্ডপে তাঁর উপস্থিতি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top