কলকাতা – দুর্গাপুজো শেষ হলেও তার রেশ ধরে শহরে শুরু হতে চলেছে শিল্প-সংস্কৃতির মহা-উৎসব। কার্নিভালে বসবে এক জমজমাট আসর, যেখানে একসঙ্গে অংশ নেবে ১১৩টি পুরস্কারপ্রাপ্ত সেরা পুজো কমিটি। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে এটাই হতে চলেছে সবচেয়ে বড় আয়োজন। গত বছর যেখানে অংশ নিয়েছিল ৮৯টি পুজো, আর ২০২২ ও ২০২৩ সালে প্রায় ১০০টি পুজো ছিল অংশগ্রহণকারী, সেখানে এবার সংখ্যাটা ছাড়িয়ে গেল সব কিছুকেই।
মহা-কার্নিভালের মঞ্চে শহরের পুজোর মতোই প্রতিফলিত হবে সমসাময়িক নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যু। আলোকসজ্জা, শিল্পকলা ও সঙ্গীতের মেলবন্ধনে কার্নিভাল পরিণত হবে বাঙালির উৎসব-পর্বের এক অনন্য প্রদর্শনীতে।




















