নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৫ ই আগস্ট : দুর্গাপুরের পারুলিয়ার পাওয়ার গ্রিডে ঠিকা শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ
পারুলিয়ার এনটিপিসি পাওয়ার গ্রিডে দিন কয়েক আগেই চার ঠিকা শ্রমিক নিয়োগ হয়েছিল । গতকাল ওই ঠিকা শ্রমিকদের ছাঁটাই করা হয় । বিজেপির অভিযোগ তাদের শ্রমিকদের বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে এবং এর পেছনে মদত দিচ্ছে তৃণমূল ।
এদিন সকালে এই উপলক্ষে বিজেপি ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েত হলে সেখানে হামলা চালায় তৃণমূল এমনই অভিযোগ । বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ খণ্ডন করে জানানো হয় যে এদিন তাদের ঘোষিত কর্মসূচি ছিল । সেই কর্মসূচিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।
এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পারুলিয়া । ঘটনাস্থলে পৌঁছায় কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী । এদিন সকালে পারুলিয়া গ্রামে দুপক্ষই তীর ধনুক লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে জমায়েত হয় ।