নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৮ ই জুলাই :দুর্গাপুরের বিজরা হাই স্কুলে অভিভাবকদের বিক্ষোভ
শিক্ষক-শিক্ষিকারা সময়মতো স্কুলে আসেন না। নোংরা জলে তৈরি মিড ডে মিল খেয়ে অসুস্থ হচ্ছে ছাত্র ছাত্রীরা। স্কুলে পঠন পাঠন ঠিকমতো না হওয়ায় ক্লাস ছেড়ে আড্ডায় মজেছে পড়ুয়ারা। কন্যাশ্রী,সবুজশ্রী, সহ সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য তৈরি সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে আজ দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজরা হাই স্কুলে বিক্ষোভ দেখালেন স্কুলের অভিভাবকরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন পঠন পাঠন বন্ধ হয়ে যায় স্কুলের ক্লাসে। চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে।
স্কুলের পঠন পাঠন নিয়ে ছেলে মেয়েদের কাছে অভিযোগ শুনেছিলেন অভিভাবকরা। আর সেই অভিযোগের সত্যতা যাচাই করতে আজ স্কুল শুরু হতেই বিজরা হাই স্কুলে হাজির হয় প্রায় শতাধিক অভিভাবক। স্কুলের প্রধান শিক্ষক কাজী নাজিম উদ্দিন এর কাছে জানতে গিয়েছিলেন অভিযোগের সত্যতা। কিন্তু স্কুল শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টা পরেও স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষক। তা দেখে স্কুলে উপস্থিত সহ শিক্ষকদের সাথে বচসা বেঁধে যায় অভিভাবকদের। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। তখন মারমুখী অভিভাবকদের হাত থেকে বাঁচতে সহ শিক্ষক এবং শিক্ষিকারা আশ্রয় নেয় তাদের অফিস রুমে। বন্ধ হয়ে যায় স্কুলের সমস্ত ক্লাসের পঠন-পাঠন। এমন অবস্থায় হঠাৎই প্রধান শিক্ষক স্কুল কম্পাউন্ডে উপস্থিত হলে তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিভাবকদের সমস্ত দাবি মেনে প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বাবু জানান বর্তমানে স্কুলের 850 জন ছাত্র-ছাত্রীর জন্য 13 জন শিক্ষক স্কুলে শিক্ষকতা করলেও প্রায় 6 জন শিক্ষক কম রয়েছে তার জন্যই প্রায় সই ছাত্র-ছাত্রীদের ক্লাসে সঠিক সময়ে শিক্ষক-শিক্ষিকারা যেতে পারেন না। এ বিষয়ে শিক্ষক এবং স্টাফ কাউন্সিলের সাথে কথা বলে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। তাছাড়াও মিড ডে মিল সহ স্কুল বিষয় সমস্ত সমস্যার সঠিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষক এর মৌখিক আশ্বাস পেয়ে প্রায় দু’ঘণ্টা পর বিক্ষোভ উঠে যায়।