দুর্গাপুরের বেসরকারি আইন কলেজের অনুমোদন নেই, এডমিশনের পর জানতে পেরে বিক্ষোভ ছাত্রদের

দুর্গাপুরের বেসরকারি আইন কলেজের অনুমোদন নেই, এডমিশনের পর জানতে পেরে বিক্ষোভ ছাত্রদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরের ,১৮ ই জুন: দুর্গাপুরের পলাশডিহার একটি বেসরকারি আইন কলেজের বিসিআই অনুমোদন নেই , এই নিয়ে গত ১১ই মার্চ বিক্ষোভে উত্তাল হয় কলেজ চত্বর । বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কোনও পাশ করা ছাত্র বৈধ আইনজীবী নয় । ওই কলেজটি আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল । ২০১৫ সালে জেলা ভাগ হওয়ার পর এটি পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে যায় । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিসিআই অনুমোদন থাকলেও কাজী নজরুলের তা না থাকায় সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা । গত মার্চ মাস থেকেই আন্দোলন চলছিল ছাত্রছাত্রীদের । তারই মধ্যে আগুনে ঘৃতাহুতি দিল কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত । রোহন শর্মা নামে এক ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ ও ২৩ জন ছাত্রকে সাসপেনশনের নোটিশ দিয়েছে । আগামী শনিবার তাদের কলেজের ডিসিপ্লিনারি কমিটির সামনে আসতে বলা হয়েছে । এর জেরেই আজ সকাল থেকে কলেজের গেটে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ।

যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি বিসিআইয়ের একটি ভুয়ো চিঠি নিয়ে তারা আন্দোলন করছে । তবে এখনও পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যে অনুমোদন পায়নি তা পারতপক্ষে মেনে নিয়েছে কলেজের ডিরেক্টর সুব্রত মিত্র । তবে তিনি আশাবাদী খুব শীঘ্রই এই অনুমোদন চলে আসবে । রোহন শর্মাকে বহিষ্কারের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাফ জবাব , সে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানের বদনাম করেছে , সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top