নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,১৬ ই জুন : দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গা বেসরকারি কারখানা এসআরএমবি তে আজ সকালে তপন কুমার মল্লিক (৪৫) নামে এক শ্রমিক কর্মরত অবস্থায় ছিলেন । সেই সময় কারখানার ভিতরে তার বুকের উপর দিয়ে হাইড্রা চলে যায় । তড়িঘড়ি শ্রমিকরা ইএসআই হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ পরই শ্রমিক মারা যায় । এরপরই বাড়ে উত্তেজনা ।
ইএসআই হাসপাতাল চত্বরে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূলের লোকজন ভিড় জমায় । তৃণমূলের একাধিক কাউন্সিলরাও পৌঁছায় ইএসআই হাসপাতাল । কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই হাসপাতালে রয়েছে বিধান নগর ফাঁড়ির পুলিশ ।
দুর্গাপুরে শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,বিজেপি-তৃনমূলের চাপানউতোর
দুর্গাপুরে শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা,বিজেপি-তৃনমূলের চাপানউতোর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram