রাজ্য – দেবীপক্ষের সূচনা হয়ে গেলেও শহর কলকাতা এবং জেলাগুলিতে পিছু ছাড়ছে না বৃষ্টি। সোমবার ভোররাত থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পুজোর আনন্দে বিঘ্ন ঘটাতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে এবং তখন তা প্রবল নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে, বিশেষ করে দুই উপকূলবর্তী জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে পুজোর দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া সামান্য তীব্র হবে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে ঘন মেঘাচ্ছন্ন, ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি স্থির নয়। দার্জিলিং ও কালিম্পঙসহ অন্যান্য অঞ্চলে কম-বেশি বৃষ্টি চলবে। মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। শুক্রবার ও শনিবার দার্জিলিংয়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোর সময় উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে না।
কলকাতার আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকেই শহরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দিনভর শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। আগামী বুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলতে পারে।
