দুর্গা পুজোর কমিটি গঠন নিয়ে অশান্তি শুরু ব্যারাকপুর রয়্যাল পার্কের পুজোতে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজা। কিন্তু এই দুর্গা পুজোর কমিটি গঠন নিয়ে অশান্তি শুরু হয়েছে মোহন পুর থানার অন্তর্গত ব্যারাকপুর রয়্যাল পার্কের পুজো তে। পুজো কারা করবে তা নিয়ে শুরু হয়েছে গণ্ডগোল।
বিগত ২২ বছর ধরে ব্যারাকপুরে বড় করে অনুষ্ঠিত হয় বরয়েল পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। বেশ কয়েক বছর ধরে এই পুজোর ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং মানুষকে টেনে নিয়ে গেছে মণ্ডপে তাদের শিল্পকলার মাধ্যমে ।কিন্তু বিগত ২-৩ বছর ধরে মানুষের জন্য সেই পুজো আজ বিপন্ন অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই অবস্থায় না পুজো কমিটির কোন মিটিংহয়েছে না পুজোর সমন্ধে কিছু জানতে দেওয়া হয়েছে। রয়েল পার্ক এর সকলের অজান্তেই চলছে মণ্ডপ তৈরির কাজ। পরিস্থিতিতে মোহনপুর থানা ও পঞ্চায়েতের কাছে নতুন করে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বাসিন্দাদের তরফ থেকে।
প্রশাসনের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করে পূজো হস্তান্তর করতে বলে এরপরই নতুন কমিটি গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজা। কিন্তু এই দুর্গা পুজোর কমিটি গঠন নিয়ে অশান্তি শুরু হয়েছে মোহন পুর থানার অন্তর্গত ব্যারাকপুর রয়্যাল পার্কের পুজো তে। পুজো কারা করবে তা নিয়ে শুরু হয়েছে গণ্ডগোল। বিগত ২২ বছর ধরে ব্যারাকপুরে বড় করে অনুষ্ঠিত হয় বরয়েল পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। বেশ কয়েক বছর ধরে এই পুজোর ঐতিহ্যবাহী সৌন্দর্য এবং মানুষকে টেনে নিয়ে গেছে মণ্ডপে তাদের শিল্পকলার মাধ্যমে ।
কিন্তু বিগত ২-৩ বছর ধরে মানুষের জন্য সেই পুজো আজ বিপন্ন অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই অবস্থায় না পুজো কমিটির কোন মিটিংহয়েছে না পুজোর সমন্ধে কিছু জানতে দেওয়া হয়েছে। রয়েল পার্ক এর সকলের অজান্তেই চলছে মণ্ডপ তৈরির কাজ। পরিস্থিতিতে মোহনপুর থানা ও পঞ্চায়েতের কাছে নতুন করে কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বাসিন্দাদের তরফ থেকে। প্রশাসনের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করে পূজো হস্তান্তর করতে বলে এরপরই নতুন কমিটি গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
 
								





 
															













 
															 
															