নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর ,৩০ শে এপ্রিল : দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর ট্রাক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজরায়। ঘটনার জেরে আহত হয়েছেন ৫জন বিএসএফ জওয়ান। তাদের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ৪৩৯ কোম্পানীর বিএসএফ জওয়ান যারা জম্মু থেকে দুর্গাপুরে এসেছিল নির্বাচনের কাজে, আজ তাঁরা মেদিনীপুরে যাচ্ছিলেন পরবর্তী নির্বাচনের কাজে। দুপুর ১২টা ২০ নাগাদ তাদের ট্রাকটি বিজরা হাই স্কুল থেকে মেদিনীপুরের পথে যাওয়ার সময় বিজরাতেই সেতু ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে ট্রাকের চালক খালাসী সহ মোট ৫জন আহত হয়। চালক ও খালাসীর চোট গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ও ফরিদপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।