বিহার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার দুর্ঘটনাটি ঘটেছে বৈশালী জেলার মেহনার গ্রামে। সূত্রের খবর অনুযায়ী, বিহারের বৈশালী জেলায় একটি দ্রুতগামী ট্রাক এসে ভিড়ের মধ্যে ঢুকে তাদের চাপা দিলে হতাততের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের আত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া, তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা
উল্লেখ্য, বিহার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার দুর্ঘটনাটি ঘটেছে বৈশালী জেলার মেহনার গ্রামে। সূত্রের খবর অনুযায়ী, বিহারের বৈশালী জেলায় একটি দ্রুতগামী ট্রাক এসে ভিড়ের মধ্যে ঢুকে তাদের চাপা দিলে হতাততের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের আত্মীয়দের জন্য ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
এ ছাড়া, তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।