খেলা – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকলেও রান পাননি স্মৃতি মান্ধানা, ব্যর্থ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কউরও। তবুও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫৯ রানের জয় তুলে নিয়ে মহিলা ওডিআই বিশ্বকাপে শুভসূচনা করল ভারত। ব্যাট হাতে অর্ধশতক করে দলকে টেনে তোলেন অমনজ্যোৎ কউর ও দীপ্তি শর্মা। এরপর বল হাতেও তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন বাংলার অলরাউন্ডার দীপ্তি।
গুয়াহাটিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ নামানো হয় ৪৭ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। ডাকওয়ার্থ-লুইস নিয়মে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ২৭১। তবে ৪৫.৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু।
ভারতের ব্যাটিং শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। একসময় ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। চতুর্থ ওভারে মাত্র ৮ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। প্রতিকা রাওয়াল (৩৭) ও হারলিন দেওল (৪৮) কিছুটা সামলে নিলেও ইনোকা রানাবীরা এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকে সমস্যায় ফেলে দেন। সেই সময় একসঙ্গে আউট হন অধিনায়ক হরমনপ্রীত, হারলিন ও জেমিমা রদ্রিগেজ। রানাবীরা শেষ পর্যন্ত নেন ৪ উইকেট।
তবে অমনজ্যোৎ ও দীপ্তি দায়িত্ব নিয়ে ইনিংস গড়েন। অমনজ্যোৎ ৫৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন ৫০ রান। দীপ্তি করেন ৫৩ বলে ৫০ রান, যাতে ছিল তিনটি চার। তাঁদের জুটির কল্যাণে ভারত ভদ্রস্থ স্কোরে পৌঁছায়।
শ্রীলঙ্কার ইনিংসও শুরু হয় ধীর গতিতে। আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭ ওভারে ৩০ রান যোগ করেন। সপ্তম ওভারে ক্রান্তি গৌড়া হাসিনিকে ফিরিয়ে দেন। এরপর আতাপাত্তুর সঙ্গী হন হর্ষিতা সামারবিক্রমা। তবে অধিনায়ককে আউট করে শ্রীচরাণী লঙ্কানদের চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ২১১ রানের মধ্যেই থেমে যায় শ্রীলঙ্কা।
অবশেষে, অমনজ্যোৎ কউর ও দীপ্তির ব্যাটিং, সঙ্গে দীপ্তির বিধ্বংসী বোলিংয়ের জোরেই ৫৯ রানে জিতে বিশ্বকাপ অভিযানে স্বপ্নের শুরু করল “ওমেন্স ইন ব্লু।”
