নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২১ জানুয়ারি, চাকরি দেওয়ার নাম করে একাধিক জায়গা থেকে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই আনারুল ইসলাম। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের ভাই ও আনারুল ইসলামকে গতকাল রাতে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, এই দুই নেতার বিরুদ্ধে পঞ্চায়েতে নানান পদে নিয়োগ করে দেওয়া সহ প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জনের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, লাভপুর, আহমেদপুর, নানুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ।
তবে পুলিশের তরফ থেকে নুরুল ইসলাম ও আনারুল ইসলামকে গ্রেপ্তার করার কারণ হিসাবে টাকা আত্মসাতের অভিযোগ তুললেও বিজেপি শিবির এই ঘটনার পিছনে শাসক দলের চক্রান্ত দেখছে। অন্যদিকে আবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুল ইসলামের নাম করেই নাকি নুরুল ইসলাম অনেকের কাছ থেকে টাকা তুলেছেন।