দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে কেন্দ্রের অবিশ্বাস

দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে কেন্দ্রের অবিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে কেন্দ্রের অবিশ্বাস। মোদী আবাস যোজনা নিয়ে বহুদিন ধরে নানান টাল বাহানা চলছে। এবার কিছুটা অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে। এই প্রথম পঞ্চায়েতকে বাদ দিয়ে কেন্দ্রীয় যোজনা চলতে যাচ্ছে যা ঠিক নয়। তবুও কেন্দ্রের টাকা কেন্দ্রের প্রকল্প। সেখানেই এই পরিবর্তন। অভিযোগ দুর্নীতির। আগে এই পিএম আবাস যোজনা তে কারা টাকা পাবেন, তার সম্পূর্ণ দায়িত্বে থাকতো রাজ্যের পঞ্চায়েতগুলি।

 

তবে পশ্চিমবঙ্গে এই নিয়ে ব্যাপক দুর্নীতি দেখে কেন্দ্রের চক্ষু চড়কগাছ। এই সকল কারণেই মোদী আবাস যোজনার নিয়মের ক্ষেত্রে আনা হচ্ছে বেশ বড়ো রকমের পরিবর্তন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল দায়িত্বে ছিল রাজ্য পঞ্চায়েত। প্রধানের সহায়তায় রাজ্যে চলত কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা – এই সকল বিষয়গুলি দেশের প্রত্যেক জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

 

রাজ্যের অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা।আসুন, এবারে জেনে নেওয়া যাক, কি কি পরিবর্তন আনা হচ্ছে এই মোদী আবাস যোজনায়। প্রথম থেকেই এই প্রধানমন্ত্রীর এই যোজনা সংক্রান্ত কাজের দায়িত্বভার সম্পূর্ণভাবেই ছিল পঞ্চায়েতের হাতে। বিভিন্ন অসংগতির কারণে এই প্রকল্প থেকে পঞ্চায়েতকে সরিয়ে দেওয়া হল। নাম তোলার ক্ষেত্রে তাদের আর কোন রকমের হস্তক্ষেপ থাকছে না।

 

কেন্দ্রের নতুন বিধান বা রীতিনীতি সামনে এসেছে। আসুন জেনে নেওয়া যাক। মোদী আবাস যোজনায় সংশোধিত তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির ক্ষমতা এবার থেকে পঞ্চায়েতের হাতে নেই। যদিও প্রশাসনের সংশোধিত তালিকায় অনুমোদন দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত স্তরের গ্রামসভারই। তারাকিন্তু নাম অন্তর্ভুক্ত করার ক্ষমতা হারানোয় বিভিন্ন পঞ্চায়েতের কমবেশি সমস্যা হতে পারে বলে পর্যবেক্ষকদের একাংশের অভিমত।

 

যাঁদের নাম উঠেছিল, অথচ নতুন ব্যবস্থায় তা ছাঁটাই হয়ে গিয়েছে, তাঁদের রোষের মুখেও পড়তে হতে পারে নির্বাচিত প্রতিনিধিদের।রাজ্যে এই সংক্রান্ত যেকোনো রকমের দুর্নীতি এড়াতে এই নিয়ম বেশ কার্যকরী হতে চলেছে বলে দাবী করেছেন বিশিষ্ট আধিকারিকেরা। নতুন করে আবার কেন্দ্রের এই মোদী আবাস যোজনার টাকা দেওয়া থেকে অন্যান্য কাজ চালু হবার ফলে রাজ্যের মানুষ আবার উপকৃত হতে চলেছেন।

আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা

বাদ দেওয়া হয়েছে প্রচুর অযোগ্যদের নাম। এর সাথে সাথেই খর্ব করা হচ্ছে পঞ্চায়েতের ক্ষমতা।2011 সালের জাতীয় জনগণনা অনুসারে রাজ্যের আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগণকে কেন্দ্রের মোদী আবাস যোজনার অন্তর্ভুক্ত করে এই সুবিধা দেওয়া শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর পরেও যাতে অন্য কেউ এই সুবিধা থেকে বঞ্চিত না থাকেন, তার জন্য রাজ্যের পঞ্চায়েতকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছিল নাম তোলার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে দেখা মিলেছে প্রচুর অসঙ্গতি।

 

এমন মতামত প্রকাশ করেছেন বহু আধিকারিক। মোদী আবাস যোজনার নতুন এই আবাস প্লাস এর নিয়মে হিসেবে বাদ দেওয়া হচ্ছে প্রচুর নাম যাদের এই টাকা পাবার কোন রকম অধিকার নেই। এর ফলে যে সকল কর্মীরা এই সার্ভে করছেন, তাদের সাধারণ মানুষেরএতে এই প্রকল্পের মান রক্ষা হবে। নতুন করে কিভাবে নাম তোলা হবে, টাকা দেবার নিয়মে কি কি পরিবর্তন আসতে পারে, এই সকল বিষয়ে বিশদে জানতে সর্বদা চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনি আপনার মন্তব্য আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া সরকারী বিভিন্ন প্রকল্প, আর্থিক বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে জানতে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই প্রতিবেদন।ধন্যবাদ। দুর্নীতির অভিযোগ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top