রাজ্য – আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে এবং উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়েছে। আগামী দিনে বৃষ্টিপাত আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পার্বত্য অঞ্চলে ধ্বস নামার আশঙ্কাও প্রকাশ করেছে দফতর।
শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও নদিয়া জেলায় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতাতেও বুধবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার এবং বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা সম্পর্কেও তথ্য জানানো হয়েছে—বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ২৭.৬ সেন্টিমিটার।
