রাজ্য – আবহাওয়ার অবস্থা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বিশেষত বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলী ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপার এয়ারে তৈরি হয়েছে সাইক্লোনিক ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে অতিক্রম করায় প্রায় প্রতিদিনই বৃষ্টি চলবে। আগামী ১ আগস্ট উত্তরবঙ্গের চারটি জেলায় এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। একইভাবে ৪ আগস্ট দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়ও সতর্কতা থাকবে।
কলকাতায় প্রতিদিনই আকাশ মেঘাচ্ছন্ন এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি হয়নি। কলকাতার তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির মধ্যে রয়েছে, দমদম ও সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের রেইনফল ৭৭ মিলিমিটার রেকর্ড হয়েছে, ক্যানিংয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা সহ একাধিক নদীর জলস্ফীতি বেড়েছে। আগস্টের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাসে উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
