দুর্যোগের মাঝেও রাজনৈতিক মিছিল ও কার্নিভালের উত্তেজনা, কলকাতায় টানাপোড়েন

দুর্যোগের মাঝেও রাজনৈতিক মিছিল ও কার্নিভালের উত্তেজনা, কলকাতায় টানাপোড়েন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দুর্যোগ ও প্লাবিত শহরের আবহেও কলকাতায় কার্নিভালের মেজাজ বজায় রয়েছে। রেড রোডে পুজোর কার্নিভালের দিন শহরে বিজেপির মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে শহরে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পদ্ম শিবিরও পথে নামেছে। দুপুর দুইটায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। যদিও মিছিল নিয়ে কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছিল, শুক্রবারই শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্টের অনুমতি মেলে।

প্রাথমিকভাবে পুলিশ পুজোর কার্নিভালের কথা উল্লেখ করে মিছিলের অনুমতি দেয়নি। পরে আদালতে জল গড়ায়, শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে অন্য রুটে মিছিল করতে হবে। মিছিলের জন্য অনুমোদিত সমর্থক সংখ্যা ৫ হাজারের পরিবর্তে ৩ হাজার নির্ধারিত হয়েছে। একই সঙ্গে মিছিলের স্টেজের আকারও পুলিশ নির্ধারণ করবে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানান, “হাইকোর্টের অর্ডার আমরা দেখেছি। আমরা আমাদের অনুযায়ী ব্যবস্থা করছি। যেহেতু মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনার দিকে হচ্ছে, খুব বড় সমস্যা হবে না। তবে ট্যাফিকের কিছু সমস্যা হতে পারে। কীভাবে ট্র্যাফিক পরিচালনা করা হবে, তার পরিকল্পনা চলছে।”

রাজ্য প্রশাসনের উপর আবারও ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় কলকাতার পুরসভার অপদার্থতার দিকে আঙুল তুলেছেন। একই দিনে দুইটি বড় কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। পাল্টা মন্তব্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি! কার্নিভাল বিশ্বায়নের উৎসব। পুজোর বিশ্বায়ন হচ্ছে এই কার্নিভাল। গত বছরও অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনও প্রভাব পড়েনি। এত বড় কর্মযজ্ঞের মাঝে কোথায় কে হাঁটল, সেটি বিরোধীদের কার্যকলাপকে প্রভাবিত করতে পারেনি।”


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top