সুখবর, দুর্যোগ শেষে এবার বিদায় নিচ্ছে বর্ষা। নিন্মচাপের জেরে রাজ্যজুড়ে চলছে দুর্যোগ। নিম্নচাপের টানা বৃষ্টিতে নাকাল মানুষজন। তবে এরই মধ্যে সুখবর দিলো আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বিদায় নিচ্ছে বর্ষা, এমনই রিপোর্ট আবহাওয়া দপ্তরের। এই মরসুমে টানা গড় বৃষ্টির ৯৯ শতাংশ স্বাভাবিক পরিমাণে হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাধারণত দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের ৯৪ থেকে ১০৬ শতাংশ বৃষ্টি হলে তাকে স্বাভাবিক বৃষ্টি বলা হয়।
এই মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টিপাতের হার সমান ছিল না বলেই জানিয়েছে মৌসম ভবন। এমনকী সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সেপ্টেম্বর মাসেই। ৩১.৭ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টিতে নাজেহাল হয়ে গিয়েছে মানুষজন। জুন মাসে ৯.৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। তবে জুলাই ও আগস্টে বৃষ্টির পরিমাণ কম ছিল।
আর ও পড়ুন ১২ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ অভিষেক-পত্নী রুজিরাকে
এদিকে দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। কিন্তু সেপ্টেম্বরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের ফলে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এখনও দেশের অনেক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে সেক্ষেত্রে মৌসুমি বায়ুর সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি হাওয়া অফিসের। এমনকী স্থানীয় নিম্নচাপের ফলে হওয়া বৃষ্টিও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে কমে যাবে বলে খবর।
উল্লেখ্য, নিন্মচাপের জেরে রাজ্যজুড়ে চলছে দুর্যোগ। নিম্নচাপের টানা বৃষ্টিতে নাকাল মানুষজন। তবে এরই মধ্যে সুখবর দিলো আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বিদায় নিচ্ছে বর্ষা, এমনই রিপোর্ট আবহাওয়া দপ্তরের। এই মরসুমে টানা গড় বৃষ্টির ৯৯ শতাংশ স্বাভাবিক পরিমাণে হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাধারণত দীর্ঘকালীন গড় বৃষ্টিপাতের ৯৪ থেকে ১০৬ শতাংশ বৃষ্টি হলে তাকে স্বাভাবিক বৃষ্টি বলা হয়।
এই মরসুমে স্বাভাবিক বৃষ্টি হলেও গোটা মরসুম জুড়ে বৃষ্টিপাতের হার সমান ছিল না বলেই জানিয়েছে মৌসম ভবন। এমনকী সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সেপ্টেম্বর মাসেই। ৩১.৭ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টিতে নাজেহাল হয়ে গিয়েছে মানুষজন। জুন মাসে ৯.৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। তবে জুলাই ও আগস্টে বৃষ্টির পরিমাণ কম ছিল। দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। কিন্তু সেপ্টেম্বরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের ফলে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এখনও দেশের অনেক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে সেক্ষেত্রে মৌসুমি বায়ুর সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি হাওয়া অফিসের।