আধার কার্ডের জন্য লাইনে হাজার মানুষ ,কুপন দেওয়া হবে মাত্র দুশো। দীর্ঘ চার মাস পর জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্ত্বরে থাকা আধার পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া হবে মাত্র দুশো জনকে টোকেন, যে টোকেনের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধনের কাজ।
এই মূল্যবান কুপন পেতে শহর জলপাইগুড়ি সহ সীমান্ত বর্তি হলদিবাড়ি থেকেও ভোরের আলো ফোটার আগেই লাইন দিয়েছেন আট থেকে আশি। তবে কুপন সংখ্যা কম নিয়ে ক্ষোভ বিরাজ করছে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের মধ্যেই, এমনই এক শহরবাশী জানালেন, জলপাইগুড়ি ,এবং পার্শবর্তী এলাকার মানুষের জন্য এই একটি মাত্র আধার পরিষেবা কেন্দ্র, তাও মাত্র দুশো জনকে দেওয়া হবে কুপন, এর ফলে এত লম্বা লাইন দাঁড়িয়ে থেকেও নিশ্চিত নয় যে আজ কুপন পাওয়া যাবেই ।
উল্লেখ্য, আধার কার্ডের জন্য লাইনে হাজার মানুষ ,কুপন দেওয়া হবে মাত্র দুশো। দীর্ঘ চার মাস পর জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্ত্বরে থাকা আধার পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া হবে মাত্র দুশো জনকে টোকেন, যে টোকেনের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধনের কাজ।
আরও পড়ুন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা স্টেট তালিকা ঘোষণা হবে আজ, বললেন রাজীব
এই মূল্যবান কুপন পেতে শহর জলপাইগুড়ি সহ সীমান্ত বর্তি হলদিবাড়ি থেকেও ভোরের আলো ফোটার আগেই লাইন দিয়েছেন আট থেকে আশি। তবে কুপন সংখ্যা কম নিয়ে ক্ষোভ বিরাজ করছে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের মধ্যেই, এমনই এক শহরবাশী জানালেন, জলপাইগুড়ি ,এবং পার্শবর্তী এলাকার মানুষের জন্য এই একটি মাত্র আধার পরিষেবা কেন্দ্র, তাও মাত্র দুশো জনকে দেওয়া হবে কুপন, এর ফলে এত লম্বা লাইন দাঁড়িয়ে থেকেও নিশ্চিত নয় যে আজ কুপন পাওয়া যাবেই ।
আধার কার্ডের জন্য লাইনে হাজার মানুষ ,কুপন দেওয়া হবে মাত্র দুশো। দীর্ঘ চার মাস পর জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্ত্বরে থাকা আধার পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া হবে মাত্র দুশো জনকে টোকেন, যে টোকেনের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধনের কাজ।
এই মূল্যবান কুপন পেতে শহর জলপাইগুড়ি সহ সীমান্ত বর্তি হলদিবাড়ি থেকেও ভোরের আলো ফোটার আগেই লাইন দিয়েছেন আট থেকে আশি। তবে কুপন সংখ্যা কম নিয়ে ক্ষোভ বিরাজ করছে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের মধ্যেই, এমনই এক শহরবাশী জানালেন, জলপাইগুড়ি ,এবং পার্শবর্তী এলাকার মানুষের জন্য এই একটি মাত্র আধার পরিষেবা কেন্দ্র, তাও মাত্র দুশো জনকে দেওয়া হবে কুপন, এর ফলে এত লম্বা লাইন দাঁড়িয়ে থেকেও নিশ্চিত নয় যে আজ কুপন পাওয়া যাবেই ।
আধার কার্ডের জন্য লাইনে হাজার মানুষ ,কুপন দেওয়া হবে মাত্র দুশো। দীর্ঘ চার মাস পর জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্ত্বরে থাকা আধার পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া হবে মাত্র দুশো জনকে টোকেন, যে টোকেনের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধনের কাজ।
এই মূল্যবান কুপন পেতে শহর জলপাইগুড়ি সহ সীমান্ত বর্তি হলদিবাড়ি থেকেও ভোরের আলো ফোটার আগেই লাইন দিয়েছেন আট থেকে আশি। তবে কুপন সংখ্যা কম নিয়ে ক্ষোভ বিরাজ করছে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকের মধ্যেই, এমনই এক শহরবাশী জানালেন, জলপাইগুড়ি ,এবং পার্শবর্তী এলাকার মানুষের জন্য এই একটি মাত্র আধার পরিষেবা কেন্দ্র, তাও মাত্র দুশো জনকে দেওয়া হবে কুপন, এর ফলে এত লম্বা লাইন দাঁড়িয়ে থেকেও নিশ্চিত নয় যে আজ কুপন পাওয়া যাবেই ।
উল্লেখ্য, আধার কার্ডের জন্য লাইনে হাজার মানুষ ,কুপন দেওয়া হবে মাত্র দুশো। দীর্ঘ চার মাস পর জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্ত্বরে থাকা আধার পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ শুক্রবার দেওয়া হবে মাত্র দুশো জনকে টোকেন, যে টোকেনের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে নতুন আধার কার্ড তৈরি থেকে সংশোধনের কাজ।