অমরনাথের আটকে বসিরহাটের ১৬ জন বাঙালি পর্যটক দুশ্চিন্তায় পরিবার

অমরনাথের আটকে বসিরহাটের ১৬ জন বাঙালি পর্যটক দুশ্চিন্তায় পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অমরনাথের আটকে বসিরহাটের ১৬ জন বাঙালি পর্যটক দুশ্চিন্তায় পরিবার। অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে এখনো বহু বাঙালি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মধ্যে বসিরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ধলতিথা পাডড়ায় ১৬ জন পুনার্থী এখনো আটকে রয়েছে অমরনাথে দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবার। তারা ইতিমধ্যে পরিবার তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সব সময় দুশ্চিন্তায় রয়েছে কখন বাড়ি ফিরবে আমার নতুন করে আজকে থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে আবার নতুন করে যদি মেঘ ভাঙ্গা বৃষ্টি হয় সেই দুশ্চিন্তায় গোটা পরিবার।

 

বসিরহাটে পুণ্যার্থীদের পরিবার জানতে পারে তাদের পরিবারের লোক জম্মু কাশ্মীর ভগবতী নগর বেস ক্যাম্পে আটকে রয়েছে।, ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র একটি হেল্প লাইন চালু করেছে। তাদের দ্রুত ফেরানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে। পিগলু দাস, প্রশান্ত মন্ডল ,শিল্পা মন্ডল, বুবাই ঘোষ বিকাশ মণ্ডল, সহ মোট ১৬ জন পর্যটক এখনো আটকে রয়েছে। একদিকে রাতের ঘুম কেড়েছে অন্যদিকে দুশ্চিন্তায় পড়েছে গোটা পরিবার। নতুন করে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ধস নামে তাহলে আর রেহাই নেই।

আরও পড়ুন- না ফেরার দেশে রাজা, শোকের ছায়া আলিপুরদুয়ারে

ইতিমধ্যে রাজ্য সরকার নবান্নে হেল্পলাইন চালু করেছে। প্রতিটা পৌরসভা কে নির্দেশ দেওয়া হয়েছে। সিজার এলাকায় যারা অমরনাথ গেছেন তাদের খোঁজ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে প্রশাসনকে জানাতে। বসিরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রতিনিধি উদয় মন্ডল ,এই ১৬ জনের পরিবারের সঙ্গে দিবারাত্র একদিকে কথা বলছেন খোঁজখবর নিচ্ছেন। সরকারি সব রকম সাহায্য আশ্বাস দিয়েছেন। যাতে দ্রুত বাড়ি ফিরতে পারে তার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top