দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা

দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দুষ্কৃতীদের

দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা । জানা গিয়েছে,  কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সালার থানার দাপুটে তৃণমূল নেতা।  মৃত তৃণমূল নেতার নাম  টগর শেখ(৫৫)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে।  কিছু ব্যক্তিগত কাজ সেরে যখন তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন তখনই বহড়ার কাছে কিছু দুষ্কৃতী তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আচমকা  এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় টগর শেখের। টগর শেখের স্ত্রী রুপালি বিবি স্থানীয় কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা।

 

জানা গিয়েছে,  টগর শেখ এলাকাতে গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত। কয়েক বছর আগে ওই এলাকাতে রবি শেখ নামে এক যুবক খুন হন। সেই ঘটনায় টগর শেখের নাম জড়িয়ে যায়। স্থানীয় সূত্রে অভিযোগ, রবি শেখের খুনের অভিযুক্তরাই টগর শেখের খুনের সঙ্গে যুক্ত।

 

এই ঘটনায়   ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানান, ‘এই খুনের ঘটনার সঙ্গে স্থানীয় গরু ব্যবসায়ী আনারুল শেখ ও তার কিছু সহযোগী জড়িত। শনিবার রাতে  যখন কিছু ব্যক্তিগত কাজ সেরে টগর বহড়ার রাস্তা দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময়ে আনারুল নিজের বাড়ির কাছেই ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। টগর প্রতিরোধ করার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।’ এই ঘটনার পরই উত্তেজিত জনতা আনারুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

 

আর ও পড়ুন    রাজ্যে গুটি গুটি পায়ে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া, শীত আসছে

 

জানা যায়, ‘টগর এবং আনারুল দুজনেই এলাকার গরু ব্যবসায়ী। তাদের মধ্যে ব্যবসায়িক শত্রুতা থেকেই এই হামলা ঘটতে পারে বলেও অনেকে মনে করছেন।  ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানান, ‘একুশের বিধানসভা নির্বাচনে আনারুল এবং তার দলবল কংগ্রেস ও বামপন্থীদের হয়ে ভোট করেছিল। অন্যদিকে টগরের স্ত্রী তৃণমূল পঞ্চায়েত সদস্যা এবং এবারের বিধানসভা নির্বাচনে আমাদের হয়ে ভোট প্রচার করেছিল। তবে রাজনৈতিক কারণে এই খুন কি না তাও আমার সঠিক জানা নেই। আমরা পুলিশকে গোটা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top