দুষ্কৃতীদের গ্রেপ্তারের পর উদ্ধার হল দু’টি চুরি যাওয়া বাইক। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করল দু’টি বাইক। অন্ডাল থানা সূত্রে খবর, চলতি মাসের ৬ তারিখ বহুলার পদ্মাবতী থান এলাকা থেকে এক ব্যক্তির একটি মোটর বাইক চুরি হয়। ওই ব্যক্তি বাইক চুরির ঘটনাটি অন্ডাল থানায় নথিভূক্ত করেন। পরের দিনই পুলিশ দুই দুষ্কৃতিকে অন্ডালের দীর্ঘনালা শ্মশান এলাকা থেকে আটক করে। ধৃত দুই দুষ্কৃতির মধ্যে শাহজাহান আলম, অন্ডালের ভাদুর গ্রামের বাসিন্দা।
অপরজন অন্ডাল পোস্ট অফিস মোড়ের বাসিন্দা ভোলা পাশওয়ান। গত ৯ তারিখ ২ দুষ্কৃতিকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃত-রা বাইক চুরির ঘটনা স্বীকার করেন বলে দাবি পুলিশের। সোমবার, ধৃতদের নিয়ে তল্লাশি চালানোর সময় অন্ডাল স্টেশন সংলগ্ন রেলের একটি পরিতক্ত আবাসন থেকে দুটি বাইক উদ্ধার হয়। উদ্ধার হওয়া বাইক দুটির মধ্যে ৬ তারিখ পদ্মাবতী এলাকা থেকে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার রিমান্ড শেষে ফের দুই দুষ্কৃতীকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করল দু’টি বাইক। অন্ডাল থানা সূত্রে খবর, চলতি মাসের ৬ তারিখ বহুলার পদ্মাবতী থান এলাকা থেকে এক ব্যক্তির একটি মোটর বাইক চুরি হয়। ওই ব্যক্তি বাইক চুরির ঘটনাটি অন্ডাল থানায় নথিভূক্ত করেন। পরের দিনই পুলিশ দুই দুষ্কৃতিকে অন্ডালের দীর্ঘনালা শ্মশান এলাকা থেকে আটক করে। ধৃত দুই দুষ্কৃতির মধ্যে শাহজাহান আলম, অন্ডালের ভাদুর গ্রামের বাসিন্দা। অপরজন অন্ডাল পোস্ট অফিস মোড়ের বাসিন্দা ভোলা পাশওয়ান।
গত ৯ তারিখ ২ দুষ্কৃতিকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃত-রা বাইক চুরির ঘটনা স্বীকার করেন বলে দাবি পুলিশের। সোমবার, ধৃতদের নিয়ে তল্লাশি চালানোর সময় অন্ডাল স্টেশন সংলগ্ন রেলের একটি পরিতক্ত আবাসন থেকে দুটি বাইক উদ্ধার হয়। উদ্ধার হওয়া বাইক দুটির মধ্যে ৬ তারিখ পদ্মাবতী এলাকা থেকে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার রিমান্ড শেষে ফের দুই দুষ্কৃতীকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে পুলিশ।