নিজস্ব সংবাদদাতা,কানপুর,৩ জুলাই :- কানপুরে অভিযুক্ত দুষ্কৃতীদের ধরতে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান উত্তরপ্রদেশের আট পুলিশ কর্মী।ঘটনাটি ঘটেছে কানপুরের বিকারু গ্রামে।নিহতদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপার, তিন সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবল।
সূত্রের খবর পেয়ে শুক্রবার ভোরে বিকাশ দুবে নামে এক দুষ্কৃতীকে ধরতে বিকারু গ্রামে যান একদল পুলিশ।তার নামে একাধিক মামলা আছে এমনকি খুনের ও। গ্রামে ঢোকার মুখে রাস্তা বন্ধ পায় পুলিশ , বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে হয়। তখনই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বিকাশের শাগরেদররা।পুলিশ জানিয়েছে, বাড়ির ছাদে উঠে তিন দিক থেকে পুলিশের উপর গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর। পুলিশের পাল্টা গুলিতে বিকাশের তিন সঙ্গীর মৃত্যু হলেও বিকাশ এখনও অধরা। নিহত পুলিশকর্মীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।