নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর ,৯ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় দেউলিহাটের কাছে মঙ্গলপুরে রাতের অন্ধকারে অনুপ চক্রবর্তী। সূত্রের খবর, অনুপবাবু রামনগর ১ ব্লকের দেউলিহাটে বিজেপির এক দলীয় কর্মসূচিতে গেছিলেন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে মঙ্গলপুরের কাছে অন্ধকারে জেলা সভাপতির গাড়িতে হামলা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় দুষ্কৃতীদের ছোঁড়া ইটের টুকরোয় ভেঙে গিয়েছে জেলা সভাপতির গাড়ির কাঁচের একাংশ। কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “আমরা ধিক্কার জানাচ্ছি। তৃণমূলের মত বর্বর দলের কাছে এটাই পাওয়া স্বাভাবিক।”যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।