দুস্কৃতি হামলায় মৃত্যু হল এক ব্যক্তির, বৃহস্পতিবার রাতে দক্ষিন ২৪পরগনার জয়নগরের চালতাবেরিয়া এলাকায় এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের ভাই কে খুনের অপরাধে জাইরুল কে খুঁজছিল পুলিশ। অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে থাকার কারণে বা ব্যাক্তিগত আক্রোশে এই খুন বলে মনে করছে পুলিশ
সুত্রের খবর দক্ষিন ২৪পরগনার জয়নগরের চালতাবেরিয়া এলাকায় বাশিন্দা জাইরুল জমাদার ওরফে কালো(৩৭)। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেড়ার পথে বাড়ির কাছে দুষ্কৃরিরা তাকে কুপিয়ে খুন করে করে। পুলিশ জানিয়েছে, নিজের ভাই কে খুনের অপরাধে জাইরুল কে খুঁজছিল । অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে থাকার কারণে বা ব্যাক্তিগত আক্রোশে এই খুন বলে মনে করছে পুলিশ। জয়নগর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। খুনের পর এলাকায় বোমা বাজীর পাশাপাশি গুলি চালিয়ে এলাকা ছেরে বেরিয়ে যায় দুষ্কৃতিরা বলে দাবী স্থানীয় বাসিন্দাদের। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আশে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে। রাতে ও দিনে এলাকায় পুলিশি টহল দারী চলছে। মৃতদেহ আজ ময়না তদন্তের জন্য মমিন পুরে পাঠানো হবে। ঘটনায় কারা জরিত তার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।