নিজস্ব সংবাদদাতা ১২ ডিসেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা: দুয়ারে সরকার কর্মসুচীর প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্যে তৄণমুল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসুচী চলাকালীন এই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ও বর্তমান কোঅর্ডিনেটর অশোকা মৄধা এক তৃণমূল নেতাকে মারধোর করেন বলে অভিযোগ ।

প্রথমে কথাকাটি হয় তারপর মারধোর করা হয় ৷ আক্রান্ত তৄণমুল নেতা চন্দন হালদারের দাবি নতুন দিয়াড়া এলাকায় স্বাস্থ্যসথীর ফর্ম ফিলাপের কর্মসুচী করছিলেন তারা ৷ সেইসময় তাদের বাধা দেয় কোঅর্ডিনেটর অশোকা মৄধা ৷ দুপক্ষের কথা কাটাকাটির পর মারধোর করা হয় বলে অভিযোগ ৷ মারধোর করার কখা অস্বীকার করেছেন কোঅর্ডিনেটর অশোকা মৄধা ৷ তার বক্তব্য এই ঘটনার সাথে বিজেপির প্ররোচনা আছে ৷ তার ওয়ার্ডে তার অনুমতি ছাড়াই বিশৄঙ্খলা তৈরি করার জন্য এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি ৷ অভিযুক্তরা সুব্রত বক্সীর একটি চিঠি নিয়ে এই কাজ করছিল ৷ চিঠিটি নকল বলেই দাবি করেন তিনি ৷ পুরো বিষয়টি দলীয় নেতৄত্বকে জানানো হয়েছে ৷ এই বিষয়ে দক্ষিন চব্বিশ পরগনা তৄণমুলের মুখপাত্র জীবন মুখোপাধ্যায় বলেন এমন ঘটনা সত্যি হলে তা ঠিক হয়নি ৷ এই ঘটনা সত্যি হলে দল মার্জনা করবে না ৷ যদিও তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন ৷ অন্যদিকে বিজেপির বারুইপুর পুর্ব সাংগঠনিক জেলার সহসভাপতি বসন্ত শেঠিয়া বলেন এর সাথে বিজেপির কোনও যোগ নেই ৷ এটা তৄণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি তার ৷