নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ২৩ নভেম্বর, দু দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা আবাদ কুলিয়াডাঙ্গায়। যুবকের নাম দীপঙ্কর সরদার। আজ শনিবার সকালবেলা বছর কুড়ির আদিবাসী যুবক দীপঙ্কর সরদারের বাড়ির ৫০ মিটার দূরে আম বাগান গাছে ঝুলন্ত দেখতে পায় গ্রামের চাষিরা। গত ২১ তারিখ বৃহস্পতিবার যুবক গ্রামের ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে দীপঙ্কর নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোক নিকটতম আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিলে তার খোঁজ পাওয়া যায়নি।
দুদিন পরে দেখা যায় ঠিক বাড়ির পিছনে আমবাগানে গলায় গামছা দেওয়া ঝুলন্ত দেহ ঝুলছে। প্রথমে চাষিরা দেখতে পেয়ে বাড়ির লোককে খবর দেয়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকলের মনে একটাই প্রশ্ন এটা খুন না আত্মহত্যা? ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।বাবা ফনি সরদার বলেন, বাড়িতে কোনও অশান্তি ঝামেলা হয়নি যার জন্য এরম হতে পারে। ছেলে আত্মহত্যা করেনি এমনই মনে করেন ছেলের বাবা, তবু যদি করেও থাকে কেন করেছে তার তদন্তের দাবী করেছেন তিনি।ইতিমধ্যে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।