দূর্গা পুজোর ঢাকে কাঠি পড়লো এবার আলিপুরদুয়ারেও

দূর্গা পুজোর ঢাকে কাঠি পড়লো এবার আলিপুরদুয়ারেও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দূর্গা পুজোর ঢাকে কাঠি পড়লো এবার আলিপুরদুয়ারেও। বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজা। আর এবার কোলকাতার পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও পড়েছে ঢাকে কাঠি। গতকাল শুক্রবার রথ যাত্রার শুভোক্ষনে আলিপুরদুয়ারের উপল মুখোর ক্লাবের এবছরের দূর্গা পুজার শুভারম্ভ করলো খুঁটি পুজোর মধ্য দিয়ে।

কথায় রয়েছে পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনায় মহামায়া দেবী দূর্গার শুভো আগমন ঘটে তার বাপের বাড়ি। আর সেই দিন থেকে মা দূর্গা তার সন্তান-সন্ততি সহ চারটি দিনের জন্য মর্তোলোকে আসে। এই মর্তোলোকে আসাকে কেন্দ্র করে করেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠে বাঙ্গালির মন। আর সেই চারটি দিনের জন্য আনন্দকে ধরে রাখতে পারেনা গোটা বিশ্ব বাসি।

 

মায়ের আগমনের আর কিছুদিন বাকি। আর এই নিয়েই ধাকে কাঠি পড়লো এবার এবার আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার শহরের ঐতিহ্যবাহী ক্লাব উপল মুখোর ক্লাবের ৭১ তম দূর্গা পুজার শুভো সুচোনা ঘটলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। ঢাকের ঢ্যাং-কুর-কুর তালে উৎসবের আমেজে মেতে উঠলো গোটা আলিপুরদুয়ার জেলাবাসি।

আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়

সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়নী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শাক্তিভুতে সনাতনে গুনাশ্র‍য়ে গুনময়ে নারায়নী নমস্তুতে। পুরোহিতের শুধ্য মন্ত্রচ্চারণে ও ঢাকের তালে খুঁটি পুজো দিয়ে দূর্গ উৎসবের শুভো সুচোনা ঘটলো আলিপুরদুয়ারে।

এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার উপল মুখোর ক্লাবের সকল সদস্য এবং এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে খুদে বাচ্চারাও। পাশাপাশি উপস্থিত ছিলেন এবছর অর্থাত ৭১ তম দূর্গা পুজা কমিটির মনোনিত সম্পাদক তথা SJDA – এর চ্যেয়ারম্যান ডঃ সৌরভ চক্রবর্তী। তার উপস্থিতিতেই খুঁটি পুজোর মধ্য দিয়ে উপল মুখোর ক্লাবের ৭১ তম দূর্গা পুজোর শুভো সুচোনা ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top